Thursday, August 21, 2025

ক্ষুব্ধ পাইলট, পরিস্থিতি টালমাটাল বুঝে নিভৃতবাসে গেলেন গেহলট

Date:

Share post:

বছর পার হলেও দাবি পূরণ হয়নি, সম্প্রতি এমনই অভিযোগ তুলে ফের রাজস্থানে(Rajasthan) কংগ্রেস(Congress) নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন শচিন পাইলট(Sachin pilot)। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেসের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই রাজস্থান মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে শচিনের অনুগামীদের। দিল্লি কংগ্রেসের তরফে এই নির্দেশ আসার পর এবার নিভৃত বাসায় চলে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gahlot)। মুখ্যমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না। চিকিৎসকদের নির্দেশ এমনটাই। এই পরিস্থিতিতে আগামী দু মাস মন্ত্রিসভায় কোন রদবদল হবে না এমনটাই জানিয়ে দিয়েছে গেহলট শিবির।

উল্লেখ্য, বছরখানেক আগে একরাশ দাবিতে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শচিন পাইলট। দাবি পূরণের আশ্বাস দিয়ে তৎকালীন সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব শচিনকে থামালেও এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি এমনটাই অভিযোগ। গত এক বছর ধরে শচিনের দাবি ধামাচাপা দিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুধু তাই নয় আরও অভিযোগ এই এক বছরে গে হল শুধুমাত্র শচীনের মন্ত্রিসভায় ফেরা আটকে রেখেছেন তাই নয়, তার শিবিরের বিধায়কদের নিজের কাছে টেনে এনেছেন এমন প্রমাণও মিলেছে।

আরও পড়ুন: তবে কি শোভন -বৈশাখী নতুন সম্পর্কে জড়াতে চলেছেন? বৈশাখীর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

একটা সময় শচিন শিবিরের কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ভাওয়ার লাল শর্মা শচিন ও তার দলবলকে উচ্চাকাঙ্ক্ষা দমন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি গেহলটের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি সচিন পাইলটের উপরে। তিনি সকলের নেতা। সচিন পাইলটেরও নেতা। মুখ্যমন্ত্রী হতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু সময় সময় উচ্চাকাঙ্ক্ষা ধামাচাপা দিতে হয়।’ অন্যদিকে, শিবিরের নেতা লোকেশ গুজ্জরের বক্তব্য, মানুষের কাছে সচিনই আসল ‘হিরো’। এমনই টালমাটাল পরিস্থিতিতে রাজস্থান কংগ্রেসের অন্দরে প্রকট হচ্ছে বিদ্রোহের আগুন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...