Wednesday, November 12, 2025

নিউটাউনকাণ্ডে নয়া তথ্য: পুলিশ সেজে আত্মগোপন ২ গ্যাংস্টারের, তৃতীয় মহিলার উপস্থিতি!

Date:

Share post:

দুই তরুণীর উপস্থিতির কথা আগেই উঠে এসেছিল নিউটাউন (Newtown) শ্যুটআউটকাণ্ডে। সামনে এল নয়া তথ্য। পুলিশ খুন করে পুলিশের পরিচয় দিয়েই সল্টলেকের একটি গেস্ট হাউসে লুকিয়েছিল পঞ্জাবের (Punjab) কুখ্যাত দুই গ্যাংস্টার। ধৃত ভরত কুমারকে (Bharat Kumar) জেরা করে এ রাজ্যে আর কার কার সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন? তা জানার করছে পুলিশ। একইসঙ্গে নজরে এসেছে এক মহিলার কথা যিনি নিউমার্কেট (New Market) এলাকায় থাকেন। কলকাতার বিভিন্ন বারে (Bar) তিনি ডান্সার পাঠাতেন বলে জানতে পেরেছে পুলিশ।

নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে সল্টলেকের সেক্টর টু-তে ইস্ট-ওয়েস্ট মেট্রো সংলগ্ন একটি গেস্ট হাউসে ভুল্লার ও তার সঙ্গী জসপ্রীত ওঠে বলে জেরায় জানান ভরত কুমার। সেখানে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ছিল তারা। গেস্ট হাউসের সেই ঘরটিকে সিল করে দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। গেস্ট হাউসের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:“শোভনের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতেই চাইনি” : দুলাল

এ রাজ্যে এসে দুই গ্যাংস্টার কোথায় গেছিল? কাদের সঙ্গে দেখা করেছিল?এইসব তথ্য জানতেই এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। পঞ্জাবে গিয়ে সুমিত কুমারকে জেরা করছে বিধাননগর কমিশনারেটের একটি দল। জেরা করা হচ্ছে ভরত কুমারকে। সেখানেই আর এক মহিলার উপস্থিতির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। আগেই সুখবৃষ্টি হাউসিং কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুট আউটের আগের দিন রাতে গ্যাংস্টারদের ফ্ল্যাটে দুই তরুণী এসেছিলেন বলে জানতে পারে পুলিশ। পরদিন সকালে তাঁরা সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। এদিকে জেরায় ভরত কুমার এক মহিলার কথা জানিয়েছেন, যিনি বিভিন্ন বারে-হোটেলে সিঙ্গার এবং ডান্সারদের পাঠাতেন। ভুল্লার ও জসপ্রীত সঙ্গে ওই মহিলার সরাসরি কোন যোগাযোগ ছিল কি না? বা তাঁর মাধ্যমে এখানে নিজেদের ব্যবসা ছড়ানোর কোনও চেষ্টা এই দুই গ্যাংস্টারের ছিল কি না এখন তাই খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...