Monday, August 25, 2025

নিউটাউনকাণ্ডে নয়া তথ্য: পুলিশ সেজে আত্মগোপন ২ গ্যাংস্টারের, তৃতীয় মহিলার উপস্থিতি!

Date:

Share post:

দুই তরুণীর উপস্থিতির কথা আগেই উঠে এসেছিল নিউটাউন (Newtown) শ্যুটআউটকাণ্ডে। সামনে এল নয়া তথ্য। পুলিশ খুন করে পুলিশের পরিচয় দিয়েই সল্টলেকের একটি গেস্ট হাউসে লুকিয়েছিল পঞ্জাবের (Punjab) কুখ্যাত দুই গ্যাংস্টার। ধৃত ভরত কুমারকে (Bharat Kumar) জেরা করে এ রাজ্যে আর কার কার সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন? তা জানার করছে পুলিশ। একইসঙ্গে নজরে এসেছে এক মহিলার কথা যিনি নিউমার্কেট (New Market) এলাকায় থাকেন। কলকাতার বিভিন্ন বারে (Bar) তিনি ডান্সার পাঠাতেন বলে জানতে পেরেছে পুলিশ।

নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে সল্টলেকের সেক্টর টু-তে ইস্ট-ওয়েস্ট মেট্রো সংলগ্ন একটি গেস্ট হাউসে ভুল্লার ও তার সঙ্গী জসপ্রীত ওঠে বলে জেরায় জানান ভরত কুমার। সেখানে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ছিল তারা। গেস্ট হাউসের সেই ঘরটিকে সিল করে দিয়েছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। গেস্ট হাউসের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন:“শোভনের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতেই চাইনি” : দুলাল

এ রাজ্যে এসে দুই গ্যাংস্টার কোথায় গেছিল? কাদের সঙ্গে দেখা করেছিল?এইসব তথ্য জানতেই এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। পঞ্জাবে গিয়ে সুমিত কুমারকে জেরা করছে বিধাননগর কমিশনারেটের একটি দল। জেরা করা হচ্ছে ভরত কুমারকে। সেখানেই আর এক মহিলার উপস্থিতির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। আগেই সুখবৃষ্টি হাউসিং কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুট আউটের আগের দিন রাতে গ্যাংস্টারদের ফ্ল্যাটে দুই তরুণী এসেছিলেন বলে জানতে পারে পুলিশ। পরদিন সকালে তাঁরা সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। এদিকে জেরায় ভরত কুমার এক মহিলার কথা জানিয়েছেন, যিনি বিভিন্ন বারে-হোটেলে সিঙ্গার এবং ডান্সারদের পাঠাতেন। ভুল্লার ও জসপ্রীত সঙ্গে ওই মহিলার সরাসরি কোন যোগাযোগ ছিল কি না? বা তাঁর মাধ্যমে এখানে নিজেদের ব্যবসা ছড়ানোর কোনও চেষ্টা এই দুই গ্যাংস্টারের ছিল কি না এখন তাই খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...