রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বুধবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্তে শহরের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়। এর জেরে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্কা সার্কাস, বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ।

আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। এছাড়াও ভারী বৃষ্টি হয়েছে বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৬৩ মিলিমিটার, মানিকতলায় ৭৭ মিলিমিটার, বেলগাছিয়ায় ৮২ মিলিমিটার ও উল্টোডাঙায় ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  ফলে কলকাতার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, জল নামতে বেশ কিছুটা সময় লাগবে। অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লকগেট বন্ধ অবস্থায়, নতুন করে বৃষ্টি হলে জমা জলের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছে কলকাতা পুরসভা।

Previous articleঅধীরের আবেদনে সাড়া, পিএম কেয়ার ফান্ডে রাজ্যে দুই হাসপাতাল গড়ছে ডিআরডিও
Next articleধনকড়ের বাড়াবাড়িতে তিতিবিরক্ত অমিত শাহ? জল্পনা তুঙ্গে