Friday, November 14, 2025

অমিত-ধনকড় বৈঠক, ছবি পোস্ট করেই মুখে কুলুপ রাজ্যপালের

Date:

Share post:

সকালে রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) সঙ্গে দেখা করার পর সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিকেল ৪টে নাগাদ একটি টুইট (Twitte) করে ধনকড় জানান, তিনি সাতটা নাগাদ অমিত শাহর সঙ্গে দেখা করতে যাবেন। এরপর আটটার সময় আরও একটা ছবি পোস্ট করেন নিজের টুইটার (Twitter) হান্ডেল। সেখানে দেখা যাচ্ছে, অমিত শাহ এবং তিনি পাশাপাশি বসে আছেন। তবে, বৈঠক সম্পর্কে নিজের টুইটারে কোনও কথাই লেখেননি রাজ্যপাল। সূত্রের খবর, তাঁর অতিসক্রিয়তা ক্ষুব্ধ দিল্লির নেতৃত্ব। জানা গিয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহকে নালিশ জানান রাজ্যপাল। নির্বাচন-পরবর্তী হিংসা, রাজ্য প্রশাসনের ভূমিকা- এইসব বিষয়ে তিনি কথা বলেছেন। এর পাশাপাশি, প্রচুর বিজেপি কর্মী-সমর্থক ঘরছাড়া বলেও অভিযোগ করেছেন ধনকড়।

তবে সূত্রের খবর, ধনকড়ের এই অতিসক্রিয়তায় বিরক্ত অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু ইতিমধ্যেই শুধু রাজ্যের শাসকদলই নয়, বিরোধীদলও তাঁকে বিজেপি নেতা বলে কটাক্ষ করতে শুরু করেছেন। রাজ্যপালের ভাবমূর্তির ক্ষেত্রে এটি কাম্য নয়। সেক্ষেত্রে ধনকড়কে অনেক বেশি সংযত থাকতে হবে। নিজের ভাবমূর্তি নিরপেক্ষ দেখাতে হবে।

মঙ্গলবার রাত থেকেই দিল্লিতে রয়েছেন রাজ্যপাল। এই সফরে ইতিমধ্যেই তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন। বুধবার, তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র। বুধবার, সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহের (Amit Shah) সঙ্গে রাজ্যপালের দেখা করার কথা ছিল বলে খবর কিন্তু ওই দিন তিনি সাক্ষাতের সময় পাননি।

আরও পড়ুন- মুকুলের ছেড়ে যাওয়া দলীয় পদ পেলেন স্বপন দাশগুপ্ত

 

spot_img

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...