Sunday, August 24, 2025

নারদ কাণ্ডে CBI -এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনমন্ত্রী মলয় ঘটক, শুক্রবার শুনানির সম্ভাবনা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে বিচারাধীন নারদ-মামলায় একতরফা সিদ্ধান্তে CBI তাঁকে পক্ষভুক্ত করেছে৷ CBI-এর এই ‘অতিসক্রিয়তা’-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক৷ আগামীকাল, শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এইচ গুপ্তা এবং বিচারপতি আর রামাসুব্রহ্মণ্যম-এর এজলাসে এই মামলার ( SLP-crl no 004228 Of 2021) শুনানির সম্ভাবনা৷

প্রসঙ্গত, নারদ-কাণ্ডে গত ১৭ মে CBI গ্রেফতার করে চার নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে৷ বিশেষ CBI আদালত সেই দিনই চার অভিযুক্তকে জামিন দিলেও রাতে CBI-এর আবেদনের ভিত্তিতে জামিনে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট৷ এর পর হাইকোর্টে CBI নারদ মামলা স্থানান্তর এবং অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে হলফনামা পেশ করে৷ এই মামলার বিচার করতে গত ২৬ মে হাইকোর্টে গঠিত হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ এই বেঞ্চ চার অভিযুক্তকে গত ২৮ মে শর্তাধীন জামিন মঞ্জুর করলেও নারদ মামলা স্থানান্তরের আর্জির শুনানি এখনও শেষ হয়নি৷ এই মামলার হলফনামায় CBI বলেছে, অভিযুক্ত চারজনই প্রভাবশালী৷ তদন্ত ও বিচারপর্বকে প্রভাবিত করতে পারেন৷ তাই এই মামলাটি স্থানান্তর করা হোক উচ্চ আদালতে৷ হাইকোর্টে CBI-এর তরফে দেশের সলিসিটর জেনারেন তুষার মেহেতা সওয়ালে বলেছিলেন, “১৭ মে, গ্রেফতারের দিন, বিচারকের ওপর চাপ ছিল। বিচারক জানতেন, অভিযুক্তদের তাঁর সামনে হাজির করানো যাবে না। সমস্ত জাতীয় সংবাদমাধ্যমে দেখা গিয়েছে,CBI দফতরে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। বাইরে বিক্ষোভ হচ্ছে। আদালতে আইনমন্ত্রী হাজির। এতে তো বিচারকের ওপর মানসিক চাপ হতেই পারে। যা বিচার প্রক্রিয়া প্রভাব পড়তে পারে।”

এই সওয়ালের পরই নারদ-মামলা স্থানান্তরের আবেদনে CBI পক্ষভুক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে৷

ওদিকে, এই তিনজনকে মামলায় পক্ষভুক্ত করা সত্ত্বেও বৃহত্তর বেঞ্চ CBI-এর আপত্তিতে মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর পেশ করা হলফনামা গ্রহণ করতে অস্বীকার করে৷ মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদিকে বৃহত্তর বেঞ্চ জানায়, ” সঠিক সময়ে পেশ না করার কারণে তাঁদের হলফনামা গ্রহণ করা হবে না৷ প্রয়োজনে সওয়ালের সময় রাকেশ দ্বিবেদি হলফনামার বিষয়বস্তু আদালতে বলতে পারেন৷

নারদ-মামলা স্থানান্তরের হলফনামায় CBI যেভাবে তাঁকে পক্ষভুক্ত করেছে , তা চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে পা রেখেছেন বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক৷

আরও পড়ুন- ঝড়-জল-বৃষ্টি-পারিবারিক কেচ্ছা উপেক্ষা করে অসহায় মানুষের পাশে রত্না

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...