Tuesday, August 26, 2025

গত দুবছরে নিম্নমুখী মোদির গ্রহণযোগ্যতা সূচক, সমীক্ষায় প্রকাশ

Date:

Share post:

গত দুবছরে উল্লেখযোগ্যভাবে কমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গ্রহণযোগ্যতা সূচক। এক মার্কিন সংস্থার সমীক্ষায় (Survey) উঠে এসেছে এই তথ্য। ২০১৯ সালে দেশে যেখানে মোদির গ্রহণযোগ্যতা সূচক (Credibility Index) ছিল ৮২ শতাংশ, ২০২১ সালে তা কমে হয়েছে ৬৬ শতাংশ।

যদিও প্রাপ্তবয়স্কদের মধ্যে গ্রহণযোগ্যতার নিরিখে এখনও বিশ্বের অন্য অনেক রাষ্ট্রনেতার চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে। তবে তারপরেও তাঁর গ্রহণযোগ্যতা কমার চিত্রটাও স্পষ্ট হয়ে উঠেছে। গত দু’বছরে মোদির গ্রহণযোগ্যতা সূচক অনেকটা পড়েছে বলে দাবি করেছে আমেরিকার সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে ওই সংস্থা জানাচ্ছে, চলতি বছরে জুন মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক ৬৬ শতাংশ। দুবছর আগে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা তুলে নেওয়ার পর মোদির গ্রহণযোগ্যতা সূচক ছুঁয়েছিল ৮২ শতাংশ। ভারতে ২,১২৬ জনের উপর সমীক্ষা চালিয়েছে ওই সংস্থা। তাতে দেখা গিয়েছে, ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মোদিকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চান। অন্য দিকে, তাঁর বিরোধিতা করেছেন ২৮ শতাংশ।

আরও পড়ুন-হাইকোর্টে নন্দীগ্রাম-সহ ৫ কেন্দ্রের ভোট নিয়ে মামলা, শুনানির সম্ভাবনা শুক্রবারই

আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রাষ্ট্রনেতাদের নিয়ে হওয়া এই সমীক্ষায় মোদির ঠিক পরেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। প্রাপ্তবয়স্কদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। তাঁর পরে ৬৩ শতাংশ গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। সমীক্ষা অনুযায়ী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের গ্রহণযোগ্যতা ৫৪ শতাংশ, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ৫৩ শতাংশ। ছ’নম্বর স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং আট নম্বরে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

spot_img

Related articles

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...

‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা কেন? গর্জে উঠলেন মমতা

ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের পরিষেবা প্রদান মঞ্চ...

ধোনির পছন্দের তালিকায় ছিলেন না মনোজ!

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। এরপর আর ভারতীয় দলে সুযোগ পাননি মনোজ(Manoj Tiwary) তিওয়ারি। কেনো পাননি...