করোনার ভ্যাকসিন-অক্সিজেনের পর এবার ডেঙ্গি-চিকুনগুনিয়া নিয়েও বাংলার সঙ্গে বৈমাতৃসুলভ ব্যবহার কেন্দ্রের। জাতীয় স্বাস্থ্য মিশনের (Health Mission) বরাদ্দ পেল না রাজ্য। কেন্দ্রের অভিযোগ, গত ৩ বছর ধরে এই বিষয়ে কোনও তথ্য দেয়নি রাজ্য। এই কারণেই অন্য রোগের ক্ষেত্রে মিললেও, ডেঙ্গি-চিকুনগুনিয়ার (Dengue-chikungunya) ক্ষেত্রে অর্থ বরাদ্দ মেলেনি। তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিজেপিও। যদিও এই সব অভিযোগ মিথ্যে বলে দাবি রাজ্যের শাসকদলের।

কিন্তু এই সংঘাতে ডেঙ্গি-চিকুনগুনিয়া খাতে জাতীয় স্বাস্থ্য মিশনের বাজেটে বরাদ্দই পেল না পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, ২০১৮ সাল থেকে ডেঙ্গি-চিকুনগুনিয়ায় কতজন আক্রান্ত হয়েছেন, কতজনের মৃত্যু হয়েছে, এই সংক্রান্ত কোনও তথ্য সরবরাহ দেয়নি রাজ্য সরকার। তবে কালাজ্বর, অ্যাকিউট এনসেফ্যালাটিস, জাপানি এনসেফ্যালাইটিসের মতো রোগ মোকাবিলায় তথ্য সরবরাহ করেছে রাজ্য। সেই বাবদ অর্থ বরাদ্দ হয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইএমএ-এর সাধারণ সম্পাদক তথা তৃণমূল (Tmc) সাংসদ শান্তুন সেন (Shantanu Sen)। তিনি বলেন, তথ্য নেই বলে বরাদ্দ বাতিল করাটা কোনমতেই সমর্থনযোগ্য নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র। কোভিডের সময়ে ভ্যাকসিন না দেওয়া, অক্সিজেন-ওষুধ না পাঠানো- এসবের পরে এবার ডেঙ্গির ক্ষেত্রেও বঞ্চনার শিকার বাংলা।

বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাল্টা অভিযোগ, রাজ্য সরকার হিসেব দেয় না। ডেঙ্গির তথ্য লুকোনোর চেষ্টা করে। তথ্য গোপন করে মানুষের জীবন বিপন্ন করছে বলেও অভিযোগ করেন দিলীপ।
