করোনার বিরুদ্ধে লড়াই শেষ, প্রয়াত গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর

রাজ্য রাজনীতিতে ফের শোকের ছায়া। করোনা (Corona) আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের আরেক বিধায়ক (MLA)। এবার মারণ ভাইরাসের বলি হলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba) তৃণমূলের (TMC) বর্ষীয়ান বিধায়ক জয়ন্ত নস্কর (Jayanta Naskar)। আজ, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

গোসবার বিধায়ক প্রায় মাসকয়েক ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়ন্ত নস্কর। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হারতে হলো প্রবীণ বিধায়ককে। তবে বেসরকারি হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানান, “গত এক মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছিলেন জয়ন্ত নস্কর। গতকাল, শুক্রবার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।”

উল্লেখ্য, বর্ণময় রাজনৈতিক কেরিয়ারে ২০১১ সালে পরিবর্তনের বছর থেকে একটানা গোসবা কেন্দ্রে তৃণমূলের জয়ী বিধায়ক জয়ন্ত নস্কর। সুন্দরবন এলাকার রাজনীতিতে খুব জনপ্রিয় নেতা ছিলেন জয়ন্তবাবু।

আরও পড়ুন- ঠান্ডা পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ৪ জনকে অজ্ঞান করে কফিনবন্দি করেছিল আসিফ!