Saturday, August 23, 2025

পিতৃদিবসে আবেগঘন পোস্ট সচিন, সেহবাগ, হার্দিক পান্ডিয়াদের

Date:

Share post:

আজ পিতৃদিবস( Father’s day)। গোটা বিশ্ব জুড়ে পিতাদের উৎসর্গ করে আজকের দিনটি উদযাপন করা হয়। এই দিনটি উদযাপন করতে বাদ জাননি ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।  তাঁরা তাদের সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনে নিজেদের আদর্শ মানুষের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা লিখছেন। সচিন তেন্ডুলকর(sachin tendulkar) , বীরেন্দ্র সেহবাগ( virender sehwag) , সুরেশ রায়না( suresh raina) থেকে সদ‍্য পিতৃহারা হার্দিক পান্ডিয়া( hardik pandya) ক্রুনাল পান্ডিয়ার ( krunal pandya)সবাই তাদের সোশ‍্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আজকের দিনটি উদযাপন করছে।

নিজের পিতার প্রতি শ্রদ্ধার্ঘ‍্যে সচিন তেন্ডুলকর একটি ভিডিও পোস্ট করেন। সেখান তিনি তাঁর পিতার একটি বসার চেয়ার দিখান। সেখানে সচিন লেখেন,” আমাদের কিছু জিনিস থাকে যা আমাদের কাছে টাইম মেশিনের মতন কাজ করে। একটি গন্ধ, একটি অনুভব। আমার কাছে আমার পিতার এই জিনিসটি রয়েছে। যেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। যা আমায় স্মৃতির পাতায় সবসময় নিয়ে যায়।”

ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তারঁ দুই ছেলের সঙ্গে একটি ছবি এবং তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ” বাপ, ড‍্যাড ও ফাদারের অক্ষরগুলিকে ভেঙে সেগুলোর মানে বোঝালেন সেহবাগ।

সুরেশ রায়না তাঁর টুইটারে লিখেছেন,” আমার পিতাকে ফাদার্সদের শুভেচ্ছা জানাই। তোমার ধৈর্য্য, তোমার শিক্ষা আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। ”

পিতৃদিবস পালন করছেন পান্ডিয়া ব্রাদার্সরাও। গত জানুয়ারি মাসে বাবাকে হারিয়েছেন ক্রুনাল পান্ডিয়া এবাং হার্দিক পান্ডিয়া। এদিন হার্দিক তাঁর সোশ‍্যাল মিডিয়ায় লেখেন,” পিতৃত্ব সমন্ধে কত কিছু রয়েছে যা আমি তোমার থেকে শিখেছি। যা ভালোবাসা, উপদেশ দিয়েছ তা সাহায্য করেছে আমাদের এই জায়গায় আসতে। তোমাকে ভালোবাসি, তোমাকে মিস করি।”

আরও পড়ুন:প্রথম ইনিংসে লড়াইয়ের জন‍্য ২৫০ রানই যথেষ্ট বলে মনে করছেন ভারতের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...