Sunday, November 9, 2025

কোভিড বিধি শিকেয় তুলে হরিদ্বার-বারণসীতে গঙ্গা দশেরায় পূণ্যস্নানের ঢল

Date:

Share post:

কুম্ভ মেলার স্মৃতি এখনও টাটকা ৷ দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ হিসেবে কুম্ভ মেলার বিপুল জনস্রোতকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা ৷ এখন গোটা দেশ আতঙ্কে আছে তৃতীয় ঢেউয়ের অপেক্ষায় ৷ এরই মধ্যে কোভিডে মৃত্যুমিছিল, অক্সিজেনের সংকটে হাহাকার, সংক্রমণের রেকর্ডের মতো সব ক্ষত বেমালুম ভুলতে শুরু করে দিয়েছি আমরা ৷ তার জলজ্যান্ত প্রমাণ মিলল উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ৷

কোভিড বিধি (Covid Restrictions) তোয়াক্কা না করে সেখানে গঙ্গায় পূণ্যস্নানের ধুম পড়েছে ৷ রবিবার গঙ্গা দশেরা (Ganga Dussehra) উপলক্ষে উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় পূণ্যস্নানে (Holy Dip in Ganga) মানুষের ঢল নামল ৷ একই ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেশের বারাণসী ও ফারুখাবাদ এলাকাতেও ৷

কোভিড বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রবিবাসরীয় সকালে পুণ্যার্থীরা মাতলেন নিয়ম ভাঙার খেলায় ৷ অধিকাংশ পূণ্যার্থীর মুখে ছিল না মাস্ক ৷ ছিল না সামাজিক দূরত্ব মেনে চলার কোনও তাগিদ ৷ হরিদ্বারের হর কি পৌরী ঘাট, ফারুখাবাদের পাঞ্চাল ঘাটে পূণ্যার্থীদের দলে দলে পূণ্যস্নান করতে দেখা গিয়েছে ৷ সার্কেল অফিসার বলেছেন, “আমারা মানুষকে বলেছিলাম, বাড়িতেই পূণ্যস্নান সেরে নিতে ৷ শুধুমাত্র আরটি-পিসিআর নেগেটিভ যাঁরা তাঁদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ ঘাটে যাতে কোভিড নিয়ম মেনে চলা হয়, সেই আর্জি জানানো হচ্ছে ৷”

গঙ্গা দশেরা উপলক্ষে উত্তরপ্রদেশের বারাণসীতেও কোভিড নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে পূণ্যস্নান ৷ কোভিড প্রোটোকল মেনে চলার জন্য ও বাড়িতেই পূণ্যস্নান সেরে নেওয়ার জন্য বারবার মাইকে ঘোষণা করা হয় পুলিশের তরফে ৷ তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি ৷

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন গঙ্গা দশেরা পালন করা হয় ৷ হিন্দু শাস্ত্রমতে এই দিনই দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন ৷

শনিবার উত্তরপ্রদেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫১ জনের ৷ এর ফলে কোভিডের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,১৩২ জন ৷ শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯৪ জন ৷ এর ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,০৪,১৩৯ ৷

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...