Friday, November 14, 2025

সীমান্তে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি পালন করছে না চিন, অভিযোগ বিদেশমন্ত্রীর

Date:

Share post:

লাদাখ সীমান্ত (Ladakh border) থেকে সেনা সরানোর বার্তা দিয়েছিল চিন ,(China)। কিন্তু বাস্তবে এখনো সেই প্রতিশ্রুতি পালন করেনি বেজিং। সম্প্রতি কাতারে অনুষ্ঠিত ইকনমিক ফোরামে(world economic forum, Qatar) উপস্থিত হয়ে চিনের অভিসন্ধি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (external affairs minister Jaishankar)।

বিদেশমন্ত্রী বলেছেন, দুই দেশই মাত্রাতিরিক্ত সেনা মোতায়েন না করার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চিন তাদের দেওয়া কথা রাখছে না। বিদেশ মন্ত্রীর অভিযোগ , সেনা সরানোর কথা বলেও লাদাখে এখনও প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে চিন। চিনের এই প্রতিশ্রুতি পালন না করার প্রবণতাই দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর আরও জানিয়েছেন, লাদাখে শান্তি ফেরাতে সীমান্তে বাফার জোন তৈরি করা নিয়ে আলোচনা হয়েছিল ভারত ও চিনের মধ্যে। কিন্তু সেই বাফার জোন কোন এলাকাকে করা হবে তা নিয়েও চিন নীরব। বাফার জোনের মধ্যে থাকা এলাকাটিকে অলিখিত ভাবে দুই দেশই নিজেদের নিয়ন্ত্রণরেখা হিসেবে মেনে নেবে। সেই বিষয়টি নিয়েও চিনের তরফে কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

অন্য দিকে, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও সম্প্রতি বিস্ফোরক একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘সীমান্তে সেনার অবস্থান বদল করেছে চিন।’ তাঁর দাবি, ২০২০ সালের মে ও জুন মাসে গালোয়ান উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকায় হওয়া সংঘর্ষের জেরে পদ্ধতিতে রদবদল করেছে তারা। চিন বুঝতে পেরেছে যে পাহাড়ি এলাকায় লড়াইয়ের জন্য তাদের সৈনিকদের প্রশিক্ষণ নেই। তিব্বতের পাহাড়ি এলাকায় লড়াই করার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় জওয়ানরা পার্বত্য এলাকায় যুদ্ধ করতে পারদর্শী বলে জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...