কার কঙ্কাল? জানতে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের

স্ট্র্যান্ড রোডে (Strand Road) পোর্ট ট্রাস্টের (Port Trust) পরিত্যক্ত ভবন থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনার তদন্তে নামল ফরেন্সিক (Forensic) দল। বুধবার দুপুরে ফরেনসিক দলের সদস্যরা পিপি কি করে তদন্তে জান ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয় একইসঙ্গে কই পরিত্যক্ত ভবনটির ভিতর ও বাইরের বিভিন্ন জায়গার ছবি তুলে নিয়ে যান বিশেষজ্ঞরা।

মঙ্গলবার, পোর্ট ট্রাস্টের ওই পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার হয়। তবে, তার পরিচয় কোনভাবেই জানা যায়নি। কঙ্কাল ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে। কতদিন আগে, কীভাবে মৃত্যু, পুরুষ না মহিলার তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অসিফিকেশন টেস্ট (Ossification Test) ও কেমিক্যাল পরীক্ষা হবে বলে সূত্রের খবর। এদিন ঘটনাস্থল থেকে আরও কিছু নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে তদন্তের স্বার্থে কী কী পাওয়া গিয়েছে তা এখনই সংবাদমাধ্যমে সামনে জানাতে রাজি হননি তাঁরা।

আরও পড়ুন:লাহোরে হাফিজ সইদের বাড়ির পাশে বড়সড় বিস্ফোরণ, মৃত ২ আহত ১৪

 

Previous articleমালিয়া , চোকসি ও মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাঙ্কে টাকা ফেরাল ইডি
Next articleসীমান্তে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি পালন করছে না চিন, অভিযোগ বিদেশমন্ত্রীর