কথা রাখল রাজ্য, এসএসসি চাকরিহারাদের এপ্রিলের সম্পূর্ণ বেতন

কথা রাখল রাজ্য। এসএসসি চাকরিহারাদের এপ্রিল মাসের সম্পূর্ণ বেতন দিল। অন্যান্য শিক্ষকদের মতো ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মোবাইলে বেতন ঢোকার মেসেজ আসে। রাজ্য আগেই জানিয়েছিল আদালতের নির্দেশে যে ২৫,৭৫৩ জন চাকরি হারিয়েছেন, তাঁরা এপ্রিল মাসের বেতন পাবেন। পাশাপাশি শীর্ষ আদালতে যতদিন মামলা চলবে ততদিন এই চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতন বন্ধ করা যাবে না।

শ্রম আইন অনুসারে, কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য। যেহেতু মামলাটি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন এবং চাকরিহারাদের প্রত্যেকেই এপ্রিল মাসে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হল।

আরও পড়ুন- ফি নিয়ে মক্কেলদের সঙ্গেই প্রতারণা বিকাশের! তীব্র ক্ষোভ, ধুয়ে দিলেন কুণাল

Previous articleপ্রকাশিত হল তোপসের কলমে ‘ফেলুদার প্রথম তোপসে’
Next articleনর্তেশ্বর কালচারাল সেন্টার আয়োজিত ‘নৃত্য বিচিত্রা’, তিলোত্তমায় দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যশৈলী