Sunday, January 11, 2026

ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

Date:

Share post:

রাজ্যে ভোট পরবর্তী হিংসা(post poll violation) পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব গেরুয়া শিবির। বিজেপির সুরে সুর মিলিয়ে সরকারকে চাপে ফেলতে কোমর বেঁধে নেমেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। গেরুয়া শিবিরের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন(human rights commission)। বুধবার অভিযোগের সত্যতা যাচাই করতে এবার রাজ্যে পা রাখল তারা।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে আগামী কয়েকদিনে রাজ্যের নানান প্রান্তে পরিদর্শন করবে এই কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, অন্তত ৫ টি দলে ভাগ হয়ে আজকের যে সমস্ত প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গায় পরিদর্শনে যাবে মানবাধিকার কমিশনের সদস্যরা। গোটা রাজ্য ঘুরে দেখে তৈরি করা হবে রিপোর্ট। জানা যাচ্ছে তিন থেকে চার দিন রাজ্যে থেকে এই দল সমস্ত জায়গা পরিদর্শন করবে।

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ মেনে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল আগেই। যে কমিটিতে রয়েছে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্বে জায়গা দেওয়া হয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনিকে। রাজ্য থেকে কমিটিতে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা ও রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য রাজু মুখোপাধ্যায়। বুধবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখল কমিটির কেন্দ্রীয় সদস্য।

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...