Friday, December 19, 2025

সর্বজয়া : অবশেষে মুখ খুললেন দেবশ্রী রায়

Date:

Share post:

অবশেষে মুখ খুললেন দেবশ্রী রায় (debosree roy) । গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় (attack on social media) চলতে থাকা নানা কুকথার স্পষ্ট জবাব দিলেন জাতীয় পুরস্কার জয়ী (national award winner actress) এই অভিনেত্রী। দেবশ্রী এদিন বলেন, ” একটা সময় যে টলিউড শাসন করত সেই দেবশ্রী রায় ১০ বছর পরে আবার ইন্ডাস্ট্রিতে ফিরছে। আমার প্রত্যাবর্তন মানেই বাকিদের রুজি-রুটিতে টান । এই ভয় থেকেই সোশ্যাল মিডিয়াতে আমার নামে এত কুৎসা। আমার বয়স তুলে কটাক্ষ। আমায় ‘বাসি রসগোল্লা’, ‘মাসি’ তকমা দেওয়া। কী বলব? আমি মুখে বলার চেয়ে কাজে করে দেখানোয় বিশ্বাসী। আগামী দিনেও সেটাই করব। শত্রুরা সাবধান, আমি কিন্তু আপনাদের চাল ধরতে পেরে গিয়েছি।” দেবশ্রী এদিন পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সমালোচকদের দিকে। “কী ভাবছেন? এ ভাবে আমার মনোবল ভেঙে দেবেন? সে গুড়ে বালি। বরং, আপনারা আমায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি যতখানি মনপ্রাণ ঢেলে অভিনয় করতাম, এ বার তার চেয়েও দশ গুণ বেশি খাটব। ক্যামেরার সঙ্গে সখ্যতা আমার প্রায় জন্মের সময় থেকে। আমি যত ভাল ক্যামেরা বুঝি, ক্যামেরাও আমায় ঠিক ততটাই ভাল চেনে। তাই আমার অভিনীত প্রতিটি ছবিতেই আমি সুন্দরী।” কেউ কেউ লিখেছেন, ‘রূপ নিয়ে অহংকার করো না মাসি…!” “আমি কিন্তু কোনও দিন রূপ নিয়ে অহঙ্কার করিনি। আমায় যদি সত্যিই খুব সুন্দর দেখতে লাগে তার পিছনে রয়েছেন আবার বাবা। বাবা ভীষণ সুপুরুষ ছিলেন। আমি তাঁর কিছুটা অংশ পেয়েছি।”

কিন্তু কী নিয়ে এত বিতর্ক? একটি বেসরকারি চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে ‘সর্বজয়া ‘ধারাবাহিক। ওই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী রায়। সম্প্রতি ধারাবাহিকটির বেশকিছু প্রোমো চ্যানেলে দেখানো হয়। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। নানাজন নানা ভাবে কটু কথা বলতে শুরু করে জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রীকে। প্রতিবাদে সরব হয়ে ওঠেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ভাস্বর বলেন, “হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পঞ্চাশোর্ধ নায়কের প্রেম নিয়ে দর্শকদের সমস্যা নেই । অথচ নায়িকার বয়স একটু বেশি হলেই যত নাক সিঁটকানি, ট্রোলিং! এ কেমন বিচার?” পাশাপাশি মুখ খুলেছেন সর্বজয়ার প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীও।

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...