Friday, November 7, 2025

অযোধ্যার রামমন্দির নির্মাণে জমি ও দানের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ জোরালো হচ্ছে, অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

ভগবান রামের নামে আবেগের ঢেউ। আর তাতেই কিনা চোনা ফেলল লাগামছাড়া দুর্নীতির অভিযোগ। অযোধ্যার (ayodhya) রামমন্দির (ram temple) নির্মাণকে কেন্দ্র করে একদিকে যেমন বিক্রয়যোগ্য নয় এমন জমিরও হাতবদল হয়েছে, তেমনি অন্যদিকে ভক্তদের মুক্তহস্তে দানের কোটি কোটি টাকা ঘুরপথে বিজেপি নেতাদের হাতে গিয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে, সামনের বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির (bjp) হিন্দুত্বের তাস খেলার বড় অস্ত্র রামমন্দির নিয়ে দুর্নীতির (corruption) অভিযোগ ওঠায় মাথাব্যথা বাড়ছে গেরুয়া শিবিরে।

অথচ দুর্নীতি এড়িয়ে যাতে স্বচ্ছতার সঙ্গে কাজ করা যায় সেজন্য রামমন্দির নির্মাণে ট্রাস্ট গড়ে দিয়েছিল কেন্দ্র। মোদি সরকারই অযোধ্যার ট্রাস্ট গঠন করে ১৫ জনের মধ্যে ১২ জনকে মনোনীত করেছে। ট্রাস্টে কেন্দ্র ও রাজ্য সরকারের আমলারা রয়েছেন। ট্রাস্টের সচিব চম্পত রাই ও সরকার মনোনীত সদস্য অনিল মিশ্র— দু’জনেই আরএসএসের সঙ্গে যুক্ত। আর এতকিছুর পরেও দুর্নীতির অভিযোগ ওঠায় মোদি সরকার, যোগী সরকার ও আরএসএস চরম অস্বস্তিতে পড়েছে। শুধু রাজ্যের বিরোধী দলগুলি নয়, অযোধ্যার মহন্তদের একাংশও দুর্নীতি নিয়ে সরব। দশরথগড়ি মন্দিরের মহন্ত ব্রিজমোহন দাস বলেছেন, ভগবান রামের মন্দির নিয়ে যারা ব্যবসা করে তারা বাবরের চেয়েও অধম।

প্রসঙ্গত, রামমন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি সংলগ্ন একটি জমির লেনদেন নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে গত কয়েকদিন ধরে সরব বিজেপি বিরোধী শিবির থেকে শুরু করে নানা মহল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৮ মে প্রথম দুই ব্যক্তির মধ্যে সংশ্লিষ্ট জমিটির লেনদেন হয় ২ কোটি টাকায়। স্ট্যাম্প পেপারে সইসাবুদ করে সেই লেনদেন সম্পূর্ণ হওয়ার মিনিট দশেকের মধ্যেই ওই জমি আবার নতুন মালিকের কাছ থেকে সাড়ে ১৮ কোটি টাকায় কিনে নেয় রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সংস্থার সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের উপস্থিতিতে গোটা বিষয়টি সম্পন্ন হয়েছিল। অর্থাৎ যে জমি ২ কোটি টাকায় কেনা হল, সেটি মাত্র ১০ মিনিটের মধ্যে সাড়ে ১৮ কোটিতে বিক্রি করে সাড়ে ১৬ কোটি টাকা লাভ করলেন এক ব্যক্তি। ইতিমধ্যেই দেশ-বিদেশের রামভক্তরা মন্দির নির্মাণের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি চাঁদা দিয়েছে বলে খবর। সংগৃহীত সেই অর্থেও বিপুল গরমিলের অভিযোগ উঠছে।

 

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...