কসবার ভুয়ো টিকা কাণ্ডে (Kasba Fake Vaccination Case) দেবাঞ্জন দেবকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আপাতদৃষ্টিতে মেধাবী পড়ুয়া ছিল দেবাঞ্জন।কীভাবে ‘প্রতারক’ হয়ে উঠল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দেবাঞ্জনের শিক্ষক রঞ্জিত মল্লিক জানিয়েছেন, মেধাবী ছাত্র ছিল । কিন্তু যা করেছে! এত লোককে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। তাতে আমি মর্মাহত। এই জিনিসটা না করলেই পারত ৷
সোনারপুরের অ্যান্ড্রুজ কলেজের জুলজির প্রাক্তন অধ্যাপক রঞ্জিত মল্লিক। দেবাঞ্জন পড়তেন চারুচন্দ্র কলেজে ৷ ২০১২ এবং ২০১৩, এই দুই বছর অধ্যাপক রঞ্জিত মল্লিকের কাছে টিউশন নেন দেবাঞ্জন ৷ তিনি জানিয়েছেন, ‘পড়াশুনো ও ভালো করত। খুব হাসিখুশি ছেলে ছিল। সকলের সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করতো। পাশাপাশি ফটোগ্রাফি ওর প্যাশন ছিল ৷ ছাত্রের কীর্তিতে মর্মাহত শিক্ষক। তাঁর একটি যাত্রার দল রয়েছে। সেখানে দেবাঞ্জন একবার একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে এসে শিক্ষকের বাড়ির পাশের রাস্তায় শুটিং পর্যন্ত করেছিল বলে জানিয়েছেন তার শিক্ষক ৷২০১৬-র পর থেকে তাঁর আর যোগাযোগ হয়নি ছাত্র দেবাঞ্জনের সঙ্গে।
