ফের জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ সুপার ও তাঁর স্ত্রী

জম্মু বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর ফের এক পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গুলি করে মারল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথারি গুলিতে জখম হয় ওই অফিসারের মেয়েও। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায়।
মৃত স্পেশ্যাল পুলিশ সুপারের (SPO)নাম ফায়াজ আহমেদ এবং তাঁর স্ত্রীর নাম রাজা বেগম।
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই আহত হন ফায়াজ এবং তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ে রাফিয়াও গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এরপরই নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।


রবিবার ড্রোন হামলার পর উতপ্ত গোটা এলাকা। তারপর জঙ্গিদের পুলিশের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় চাপ বাড়াচ্ছে প্রশাসনিক মহলে।

Previous articleমেধাবী দেবাঞ্জনের প্যাশন ছিল ফটোগ্রাফি!
Next articleবিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি নিয়ে বিজেপির সুরেই প্রতিবাদ বিকাশ ভট্টাচার্যের