Friday, August 22, 2025

আইএসএফ নিয়ে ভিন্ন সুর কংগ্রেসের অন্দরে, জোট-বার্তা দিতে ফুরফুরায় মান্নান

Date:

Share post:

জোট জটে ভিন্ন সুর কংগ্রেস শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir ranjan Chowdhury) যখন আইএসএফ-এর জোটের কথা মানছেন না, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কংগ্রেসের সঙ্গে কোনদিনই আব্বাস সিদ্দিকির দলের জোট হয়নি- সেখানে দাঁড়িয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান বলছেন উল্টো কথা। কার্যত অধীরের দাবিকে নস্যাৎ করে তাঁর মতে, কংগ্রেস হাইকমান্ডের নির্দেশেই জোট হয়েছিল। এবং তিনি একমাত্র দিল্লির নির্দেশই পালন করেন। আর সেই জোট বার্তা দিতেই রবিবার ফুরফুরা শরিফের (Furfura Sharif) যান আবদুল মান্নান (Abdul Mannan)।

রবিবার ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) এবং বিধায়ক নওশাদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। আবদুল মান্নান। তারপর তিনি বলেন, দিল্লির নির্দেশেই জোট হয়েছিল। ভোট পরবর্তী সময়ে সেই জোট ভাঙার কথা বলেনি কেউই। সেই কারণেই জোটের একমাত্র জনপ্রতিনিধির পাশে থাকা উচিত।

ফুরফুরা শরিফে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন আবদুল মান্নান। কথা বলেন আব্বাস সিদ্দিকির সঙ্গেও। বৈঠক শেষে তিনি বলেন, “প্রদেশ কংগ্রেসে আমার থেকে প্রবীণ আর কেউ নেই। আমি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নির্দেশে চলি। জোট ভাঙতে হলে সোনিয়া গান্ধী যেদিন আমাকে বলবেন যে আর জোটে যাওয়া হবে না, তাহলে সেদিন যাব না”। তার এই মন্তব্যের পর এই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন বারবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front)সঙ্গে কংগ্রেসের জোট অস্বীকার করছেন, সেখানে আবদুল মান্নানের এই বক্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

কিন্তু হঠাৎ ফুরফুরা শরীফের কেন? মান্নান বলেন, জোটের একমাত্র প্রার্থী আইএসএফের (Isf) নওশাদ সিদ্দিকি ভাঙড় থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর নিজের এলাকায় যেতে পারছেন না, ঘরভাড়া পাচ্ছেন না। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর জন্যই তিনি ফুরফুরায় গিয়েছেন। নওশাদ সিদ্দিকির মতে, জোটের ভরাডুবি হওয়ায় অনেকেই জোটের কথা অস্বীকার করতে চাইছেন। তার মানে এই নয় যে জোট হয়নি। হারের কারণে আত্মসমালোচনা হওয়া উচিত।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...