Sunday, August 24, 2025

সেঞ্চুরির পথে পেট্রোল, পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দাম

Date:

Share post:

৯০ পেরিয়েছে আগেই। এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। ভোট পরবর্তীকালে জ্বালানির দামবৃদ্ধি রুটিনে পরিণত হয়েছে। আজ কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। মঙ্গলবার লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯২ টাকা ৩ পয়সা হয়েছে। পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তদের।

মাঝে একদিনের বিরতি। রবিবারের পর ফের মঙ্গলবার দাম বাড়ল জ্বালানির। কলকাতা ছাড়াও দেশের অন্য মেট্রো সিটিতে পেট্রোলের দাম লিটার পিছু ৩১ পয়সা থেকে ৩৫ পয়সা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ থেকে ৩০ পয়সা। মে মাসে থেকে জুন মাস পর্যন্ত এইনিয়ে জ্বালানির দাম ৩২ বার বৃদ্ধি পেল। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে ৯৯ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৮.৮১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৯.১৮ টাকা।

মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৯০ টাকা।  গত মাসেই দেশের বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছিল। মুম্বইতে এদিন ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৬.৭২ টাকা। চেন্নাইতেও পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৩১ ও ২৬ পয়সা বেড়েছে। চেন্নাইতে পেট্রোলের নতুন দাম হয়েছে প্রতি লিটারে হয়েছে ৯৯.৮০ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৩.৭২ টাকা।

করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।

অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণ করা উচিত।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...