Sunday, August 24, 2025

নারদ-মামলা : হলফনামা গ্রহণ করার সঙ্গেই মুখ্যমন্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা বৃহত্তর বেঞ্চের

Date:

Share post:

নারদ-মামলায় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী ও রাজ্য সরকারের দাখিল করা হলফনামা গ্রহণ করার পাশাপাশি বুধবার এই তিন পক্ষকেই ৫ হাজার টাকা করে জরিমানা করেছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ নির্দেশে বলা হয়েছে, জরিমানার অর্থ রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটিকে জমা দিতে হবে।

একইসঙ্গে বৃহত্তর বেঞ্চ জানিয়েছে, মুখ্যমন্ত্রী-সহ ৩ পক্ষ হলফনামা পেশ করার ১০ দিনের মধ্যে ইচ্ছা করলে CBI জবাবি-হলফনামা দাখিল করতে পারবে৷

এদিন নারদ-মামলায় বৃহত্তর বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের তরফে ৩৪ পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে৷ ওই রিপোর্টে বলা হয়েছে গত ১৭ মে, চার নেতা- মন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে কিছু এলাকায় বিক্ষোভ হলেও নিজাম প্যালেসের CBI দফতরের সামনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলো৷ সেখানে কোন কোন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, তা জানানো হয়েছে এবং দাখিল করা হয়েছে ভিডিও-ফুটেজও৷ ওই ফুটেছে দেখানো হয়েছে সেদিন নিজাম প্যালেস থেকে CBI অফিসাররা যখন চার্জশিট পেশ করতে আদালতে যাচ্ছিলেন, তখন পরিস্থিতি শান্ত ছিলো৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্য সরকার আগেই হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নিজেদের হলফনামা পেশ করেছেন৷ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামাগুলি জমা না পড়ায় বৃহত্তর বেঞ্চ এগুলি মামলার নথির সঙ্গে সংযুক্ত করলেও তিন পক্ষকে এ বিষয়ে সওয়ালের অনুমতি দেয়নি৷ বৃহত্তর বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতের দ্বারস্থ হন৷ গত শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি বিনীত সারিন ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্যের ওই আবেদন হাইকোর্টেই পাঠিয়ে দেয় বিবেচনার জন্য৷ শীর্ষ আদালত জানায়, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্য সরকার, তিন পক্ষকেই নতুন করে আবেদন পেশ করে জানাতে হবে, ‘ইতিমধ্যেই দাখিল করা আমাদের হলফনামা গ্রহণ করা হোক৷’

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত সোমবার হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নির্দিষ্ট আবেদন পেশ করেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী৷ মঙ্গলবার নারদ-মামলায় ওই আবেদনের শুনানি হয় পাঁচ বিচারপতির বেঞ্চে৷

বুধবার বৃহত্তর বেঞ্চ এই শুনানির রায় ঘোষণা করে জানিয়েছে, নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্য সরকারের হলফনামা গ্রহণ করা হচ্ছে। এবং এর পাল্টা হিসাবে CBI-ও হলফনামা জমা দিতে পারবে৷ এজন্য CBI-কে ১০ দিন সময় দিয়েছে হাইকোর্টের বৃহত্তর এজলাস৷

আরও পড়ুন:স্লোগান গিয়েছে আগেই, এবার উত্তরপ্রদেশমুখী ‘খেলা হবে’ চাল

 

spot_img

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...