Tuesday, December 30, 2025

আজ ফের গড়াবে বাসের চাকা, কোন রুটে কত বাস জানেন?

Date:

Share post:

আজ ফের রাস্তায় নামছে সরকারি-বেসরকারি বাস। চলবে অটো ট্যাক্সি, ক্যাবও। তবে ভাড়া সমস্যা এখনও মেটেনি। তাই পুরনো ভাড়ায় কতগুলি বেসরকারি বাস রাস্তায় নামবে, তা বলা সম্ভব হচ্ছে না। যদিও সব সরকারি বাস রাস্তায় নামবে বলে আশ্বস্ত করেছে পরিবহণ দফতর । কিন্তু বেসরকারি বাস না নামলে সমস্যায় পড়বেন অফিসযাত্রীরা।

বাস মালিকরা পুরনোভাড়ায় রাস্তায় বাস নামাতে অপারগ বলে জানিয়ে দিয়েছে আগেই। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানিয়েছে, জ্বালানির দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে ৫০% যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়।
তাই ভাড়া নিয়ে এই টানাপোড়েনে আদৌ কত সংখ্যক বেসরকারি বাস রাস্তায় নামবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

পরিবহণমন্ত্রী জানিয়েছেন , রাজ্যজুড়ে বৃহস্পতিবার মোট ৩ হাজার সরকারি বাস রাস্তায় নামবে। শুধুমাত্র কলকাতায় চলবে ৮০০ বাস। পরিবহনমন্ত্রী যাই বলুন না কেন , আজ সরকারি অফিস ছুটি থাকায় সেভাবে দুর্ভোগটা হয়তো চোখে পড়বে না । কিন্তু শুক্রবার ২ জুলাই সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে। ফলে সেদিন বাস যাত্রীদের দুর্ভোগ চরমে উঠবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, সরকার নিশ্চয়ই বাস মালিকদের কথা ভেবেই একটা সিদ্ধান্ত নেবে। পুরনো ভাড়ায় বাস চালানো অসম্ভব।

বুধবার নবান্নে তিন নিগমের এমডি-সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পরিবহণ সচিব। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য পরিবহণ নিগম ৮০০টি বাস চালাবে। চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। আগামী দিনে যাত্রী চাহিদা বাড়লে বাসের সংখ্যা ৮০০ থেকে বাড়িয়ে ১১০০ করা হবে।
কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট রুটেই আপাতত বেশি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস ৭৫০টি বাস চালাবে বলে জানানো হয়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায় বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটে ৫০০ বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

তবে ট্রেন বন্ধ থাকায় হাওড়া-শিয়ালদহের যাত্রী চাপটা কম থাকবে। ভিড় হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শহরে আসা বাসগুলিতে। কলকাতায় প্রায় ৭ হাজার বেসরকারি বাস চলে। আজ সংখ্যাটা কত দাঁড়ায় সেটাই দেখার।

spot_img

Related articles

অনুপ্রবেশকে নির্বাচনের ইস্যু করতেই স্পষ্ট হল স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা

তিনদিনের বঙ্গ সফরে এসে কলকাতায় শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী (Subhendhu Adhikari) এবং সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে পাশে...

খালেদার স্মৃতিচারণায় ভারতের প্রধানমন্ত্রী, এক্স হ্যান্ডেলে শোকবার্তা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রীর 

মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Kheleda Zia passed away) । ৮০ বছর বয়সী বিএনপি...

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্য সংখ্যালঘু কমিশন

হিজাব-বিতর্ক খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্য সংখ্যালঘু কমিশনের (state minority commission) ফুল বেঞ্চ পৌঁছবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ।...

শীতের কামড়ে জবুথবু রাজ্য, মহানগরীতে মরশুমের শীতলতম দিন

সময় যতই বর্ষশেষের দিকে গড়াচ্ছে ততই দাপট দেখাচ্ছে শীত (Winter)। প্রত্যেকদিন নিম্নমুখী উষ্ণতার পারদ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা (Kolkata...