Tuesday, November 4, 2025

দিনভর টুইটার নিয়ে নাকাল ব্যবহারকারীরা, সংস্থার দাবি সমস্যা মিটেছে

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল থেকেই আচমকা গোটা পৃথিবী জুড়েই সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গেল টুইটার (Twitter)। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন বুধবার গভীর রাত থেকেই টুইটার নিয়ে তারা নানা সমস্যায় পড়েছেন। যদিও টুইটার সংস্থার দাবি কোন সমস্যা নেই। সব মিটে গিয়েছে। যদিও ব্যবহারকারীদের দাবি এর ঠিক বিপরীত। জনপ্রিয়তম ( most popular) এই সাইটটি খুলতে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নানা বিচিত্র সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের। অভিযোগ, বহু প্রোফাইল (profile) থ্রেড লোড হচ্ছে না। কিন্তু টাইমলাইন (timeline) শো করছে। আবার পোস্ট হচ্ছে। অথচ টাইমলাইনে শো করছে না। এমন বিচিত্র সমস্যায় পড়ে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ নেটিজেনরা। তবে পরে সমস্যার সমাধান হতে দেখা গিয়েছে। বহু নেটিজেন ইতিমধ্যেই নিজেদের টুইটার হ্যান্ডলে (twitter handle) এবিষয়ে পোস্ট করেছেন। জানিয়েছেন, টুইটার ‘ডাউন’ হয়ে পড়ায় প্রভূত সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তবে অনেক গুরুত্বপূর্ণ ফিচার আবার খুলছেও। পাশাপাশি অনেকেই জানিয়েছেন, ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে তাঁদের টুইটার হ্যান্ডলটি খুলছে না। অথচ মোবাইল থেকে খুলে যাচ্ছে।

এদিন অনেকেই আবার নিজেদের টাইমলাইন খু‌লতে পারেননি। এবং নিজেদের থ্রেডে কোনও রিপ্লাই করতে পারছেন না। এই সব ক্ষেত্রে ওয়েবসাইটের পক্ষ থেকে ‘এরর মেসেজ’ দেওয়া হচ্ছে। লেখা থাকছে, রিলোড করার চেষ্টা করা সত্ত্বেও সমস্যা হচ্ছে। এপর্যন্ত ৬ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী এই অভিযোগ জানিয়েছেন। অনেকেরই অভিযোগ, গত রাত থেকেই সমস্যা হচ্ছিল। যদিও এখনও পর্যন্ত টুইটারের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এর আগে গত এপ্রিলেও বিশ্বজুড়ে সমস্যা হয়েছিল টুইটার নিয়ে। তখন লগ ইন, লগ আউটে সমস্যা হচ্ছিল। এমনকী রিফ্রেশও হচ্ছিল না।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...