Wednesday, January 14, 2026

লকডাউনে কর্মহীন দৃষ্টিহীনদের পাশে আলোর দিশারী হয়ে দাঁড়ালেন অন্ধ শিক্ষকরা

Date:

Share post:

লকডাউনে কর্মহীন, দৃষ্টিহীনদের পাশে দাঁড়ালেন তাঁরা। নিজেদের সর্বস্ব নিয়ে, সবটুকু সঞ্চয় নিয়ে দাঁড়ালেন। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অথচ তাঁরা নিজেরাও দৃষ্টিহীন। সমস্ত শারীরিক প্রতিবন্ধকতার বাধাকে দূরে সরিয়ে তারা আজ রাজ্যের কোনো না কোনো স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। নিজেদের শারীরিক প্রতিবন্ধকতার জন্য কর্মক্ষেত্রে এবং ব্যবহারিক জীবনে নানা সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত বাধা কাটিয়ে নিজেদের অধিকার রক্ষার্থে, এবং অবশ্যই শিক্ষা-স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছেন অল বেঙ্গল ব্লাইন্ড টিচারস অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক -অধ্যাপক গৌতম মাজি জানালেন, বছর দুই আগে গড়ে ওঠা এটিই দৃষ্টিহীন শিক্ষকদের একমাত্র সংগঠন। তবে দায়িত্ববান নাগরিক হিসেবেও তাঁরা পাশ কাটিয়ে যেতে চান না সামাজিক কর্তব্যকে। তাই সংগঠনের পক্ষ থেকে অতিমারিরর এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা, কাজ হারানো ১৩০ জন অসহায় দৃষ্টিহীন ভাইবোনের ব্যাঙ্ক-অ্যাকাউন্টে ১০০০ টাকা করে দেওয়া হলো। ট্রেনে-বাসে ফেরি করে, গান গেয়ে কিংবা অন্যভাবে উপার্জন বন্ধ হওয়ায় এরা এবং এদের ওপর নির্ভরশীল পরিবারগুলো আজ সত্যিই বিপন্ন। নানা সংস্থা থেকে বাঁচার রসদ কিছু মিললেও প্রয়োজনীয় নগদ টাকার বড়োই অভাব। অনুকম্পা কিংবা অনুগ্রহবশত নয়। মানুষ হয়ে মানুষের পাশে থাকার সদিচ্ছাতেই এই উদ্যোগ। শুধু বিপন্ন দৃষ্টিহীনদের জন্যই নয়, বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা থেকেই মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিলেও দিতে চলেছে সংগৃহীত অর্থের একটা অংশ। তবে সংগঠনের বাইরে বিভিন্ন স্তরের শুভবুদ্ধিসম্পন্ন অনেক মানুষ মহতী এই উদ্যোগে ভালোবেসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আর অর্থ সংগ্রহ ও প্রদান দুটোই সম্পন্ন হয়েছে অনলাইনে দৃষ্টিহীনদের হাতেই। আলোর দিশারী মহীয়সী নারী হেলেন কেলারের শুভ জন্মদিনে তাঁর। প্রতি সংগঠনের পক্ষ থেকে এটাই তো যথাযোগ্য শ্রদ্ধার্ঘ্য!

spot_img

Related articles

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...