Saturday, August 23, 2025

ভুয়ো-ভ্যাকসিন মামলায় CBI-কেও নোটিশ পাঠাতে আবেদনকারীকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ভ্যাকসিন-কেলেঙ্কারির তদন্তভার কি CBI-এর হাতেই তুলে দিতে চাইছে কলকাতা হাইকোর্ট ?

ভুয়ো-ভ্যাকসিন সংক্রান্ত জনস্বার্থ মামলায় শুক্রবার আবেদনকারীর আইনজীবীর সওয়ালের ভিত্তিতে CBI-কেও নোটিশ পাঠাতে মামলাকারীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এর পরই আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভুয়ো টিকা- কেলেঙ্কারির তদন্ত CBI-কেই দিতে চলেছে হাইকোর্ট ?

◾এদিন শুনানির শুরুতেই অ্যাডভোকেট জেনারেল (AG) ভ্যাকসিন-কেলেঙ্কারি সংক্রান্ত রাজ্যের রিপোর্ট আগামী সোমবার পেশ করার অনুমতি চান৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল – মিঃ AG, গাড়িতে লাল ও নীল আলো ছাড়াও গাড়ির কাঁচে কালো রংয়ের ফ্লিম লাগানোর বিষয়টিও রাজ্যকে দেখতে হবে৷ এই ধরনের ফ্লিম লাগানো গাড়িই অপরাধ সংঘটিত করে৷

◾AG – আমরা তেমন নির্দেশই দিয়েছি।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – শুধুই নির্দেশ দিলেই হবে না। ব্যবস্থা নিতে হবে। আইন তো আছেই। বিষয়টা দেখুন।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আগামী সোমবারের মধ্যে রাজ্যকে কসবার টিকা-কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট, হলফনামার আকারে পেশ করতে হবে।

◾এই সময়েই মামলার আবেদনকারী বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন –
আমরা CBI তদন্ত চেয়েছি। তাই CBI-এর কাছেও রিপোর্ট চাওয়া হোক।

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা বিষয়টি দেখছি।

আরও পড়ুন-মৃত বিজেপি-কর্মীর দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

◾AG – এই মুহূর্তে CBI-এর কাছে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজনই নেই।
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – আমার মক্কেল প্রাথমিকভাবে CBI-এর কাছেও কসবার টিকা-কান্ড নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে আমার আবেদন, অবিলম্বে CBI-এর কাছ থেকেও এ সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট তলব করা হোক।

◾AG – FIR করার অধিকার একমাত্র পুলিশেরই আছে, CBI-এর নেই। তাই CBI-এর কাছ থেকে রিপোর্ট তলব করার কোনও প্রয়োজন নেই। রুজু হওয়া FIR-এর ভিত্তিতে পুলিশই একমাত্র কোর্টকে এই রিপোর্ট দিতে পারে৷
◾আইনজীবী বিল্বদল ভট্টাচার্য – নারদা-মামলার ক্ষেত্রেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই একই তথ্য তুলে ধরেছিলেন আদালতে। কিন্তু সুপ্রিম কোর্ট ওই তথ্যের মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্ট CBI-তদন্তেরই নির্দেশ দিয়েছিল।

◾বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় – আমরা মামলা চলাকালীন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, CBI-এর তরফে কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত ছিলেন না৷

◾এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ CBI-কে এই মামলার হলফনামার কপি নোটিশ হিসাবে পাঠানোর জন্য আবেদনকারীর আইনজীবীকে নির্দেশ দেন৷ আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

 

spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...