Thursday, January 15, 2026

বেনজির বিক্ষোভ বিধানসভায়, ৪মিনিটেই ইতি রাজ্যপালের ভাষণ

Date:

Share post:

বেনজির!ভোটের পর রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনের প্রথমদিন মাত্র চার মিনিটেই শেষ হয়ে গেল ৷সৌজন্যে বিজেপি বিধায়কদের বিক্ষোভ ৷
নির্বাচনের পর নতুন সরকারের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হওয়াটাই প্রথা ৷ সেই মতো শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

বিধানসভায় প্রবেশ করে প্রথমে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল ৷ তাঁর পর অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীও মাল্যদান করেন আম্বেদকরের মূর্তিতে ৷ সেখানে তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ তার পর তিনজন বিধানসভার অন্দরে প্রবেশ করেন ৷
ঠিক দুপুর ২টোয় অধিবেশন শুরু হয় ৷ ভাষণ পড়তে শুরু করেন রাজ্যপাল ৷ কিন্তু সেই সময় ওয়ালে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা ৷ প্রথমে তাঁরা আসনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন ৷ পরে ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ৷ তাঁদের বিক্ষোভ মূলত ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে ৷
বিধানসভার কক্ষের মধ্যে বিরোধীরা ভোট পরবর্তী হিংসা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভারত মাতার জয় ধ্বনি দিতে শুরু করেন বিরোধীরা।যার ফলে রাজ্যপাল তাঁর ভাষণ পড়তে পারলেন না।
তবে রাজ্যপালকে বিদায় জানাতে কক্ষের বাইরে আসেন মুখ্যমন্ত্রী বন্দোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ। সৌজন্য বিনিময় হয় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে। রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।

spot_img

Related articles

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে না পারার...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেনের আত্মীয়কে তলব

গত বছরের জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের দ্বন্দ্ব। সেদিনের দুর্ঘটনার তদন্তের কারণে...

সেবাশ্রয়ে মাথাটা দেখিয়ে যান: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে মোক্ষম খোঁচা অভিষেকের

ওষুধ খেতে হবে না। নন্দীগ্রামে সেবাশ্রয়ে এসে মাথাটা দেখিয়ে যান। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীকে...