Friday, August 22, 2025

তুষার মেহেতার অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের

Date:

Share post:

সলিসিটর জেনারেল তুষার মেহেতার অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল তৃণমূল। গতকাল সলিসিটর জেনারেল তথা নারদ মামলার CBI পক্ষের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিচারব্যবস্থায় স্বচ্ছতার দাবি জানিয়ে তুষার মেহেতার অবিলম্বে অপসারণের দাবিতে সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ব্রায়েন এই তিন তৃণমূল সাংসদ চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহেতার সাক্ষাৎ ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, এতে মামলার নিরপেক্ষতা খর্ব হতে পারে।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কী করে শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করেন? এমনকি এদিন শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিও করেন কুণাল। রাজ্যের শাসক দলের অভিযোগ, নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে কীভাবে বৈঠক করতে পারেন সলিসিটর জেনারেল।

প্রসঙ্গত,বর্তমানে নারদ মামলায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ED এবং CBI-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। বৃহস্পতিবার তাঁর বাড়িতে তাঁর সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশের পরই নারদ কাণ্ডে অভিযুক্ত শাসক দলের চার নেতাকে গ্রেফতার করে সিবিআই। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় সিবিআই। যদিও হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ চার নেতা অন্তবর্তী জামিন মঞ্জুর করে।

 

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...