Thursday, November 13, 2025

তৃণমূল অপসারণের দাবি তুলতেই শুভেন্দু সাক্ষাতের কথা অস্বীকার তুষার মেহতার

Date:

Share post:

সলিসিটর জেনারেল(SG) নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে নারদ অভিযুক্ত শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) বিষয়টি প্রকাশ্যে আনার পর সাড়া পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার পরই সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে তৃণমূল। এরই মাঝে শুভেন্দু সঙ্গে সাক্ষাতের কথা পুরোপুরি অস্বীকার করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাল্টা, তুষার মেহতার প্রভাবশালী তত্ত্বেই শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে সরব হলেন কুণাল ঘোষ।

শুক্রবার এক বিবৃতিতে তুষার মেহতা জানান, “আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ আমার বাসভবনে আসেন শুভেন্দু অধিকারী। ওই সময়ে আগে থেকে আমার অন্য একটি সাক্ষাতকারের সময় ধার্ষ ছিল। আমার অফিসের স্টাফ ওঁকে বসতে বলেন। আমার পূর্ব নির্ধারিত সাক্ষাত শেষ হওয়ার পর আমার অফিসের কর্মী আমাকে শুভেন্দু অধিকারীর আসার খবর দেন। ওই কর্মী মাধ্যমে আমি শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিই যে সাক্ষাত করতে আমি অপারগ। ওঁকে অপেক্ষা করিয়ে রাখার জন্য ক্ষমাও চাই। শুভেন্দু আর সাক্ষাতের জন্য কোনও কথা বলেননি। ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সাক্ষাতের যে কথা উঠছে তার কোনও ভিত্তিই নেই।” অন্যদিকে শুভেন্দু অধিকারীও একই বক্তব্য পেশ করে জানান, “সলিসিটর জেনারেল আমার সঙ্গে দেখা করতে চাননি।”

এরপরই প্রভাবশালী তত্ত্বে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে সরব হয়ে টুইট করেন কুণাল ঘোষ। তুষার মেহতার বক্তব্যের ভিত্তিতে তিনি পাল্টা লেখেন, “সলিসিটর জেনারেল মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি। কিন্তু দেখা হয়নি। যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি- নারদে TMC নেতাদের ক্ষেত্রে SG বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা। তাহলে একই মামলায় FIR named প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে CBI আইনজীবীর বাড়ি গেলে গ্রেপ্তার করা হবে না কেন?”

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...