রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় শ্রীরামপুর থেকে গ্রেফতার তিন। পুলিশ সূত্রে খবর, গত ২৮ জুন রাত্রে পান্ডুয়ায় জিটি রোডের উপর একটি ট্রাক দাঁড় করিয়ে গাড়ির চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৭৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালায় একদল দুষ্কৃতী। ঐদিন রাতেই এই বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পান্ডুয়ার সাব ইন্সপেক্টর কৌশিক দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় শ্রীরামপুরে। শ্রীরামপুরের গভঃ কলোনী থেকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অমিত সরকার, শুভ বিশ্বাস ও সুরজিৎ সাহাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন- সব জল্পনার অবসান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন তিরথ সিং রাওয়াত
