Sunday, November 9, 2025

কোউইনে ৩৫ কোটি ডোজ টিকার রেজিস্ট্রেশন হয়েছে, প্রযুক্তির সাফল্য ব্যাখ্যা মোদির

Date:

Share post:

করোনার(Covid) বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিকে আরও বেশি প্রাধান্য দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার কোউইন গ্লোবাল কনক্লেভে(Cowin global conclave) উপস্থিত হয়ে দেশের প্রধানমন্ত্রী জানালেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিকে আরও বেশি করে কাজে লাগাতে হবে। শুধু তাই নয় তিনি আরো জানান, ভাইরাসের(virus) বিরুদ্ধে লড়াইয়ে কোউইন অ্যাপে এখনো পর্যন্ত ৩৫ কোটি মানুষ নাম নথিভুক্ত করেছেন।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। কোউইন অ্যাপে সফটওয়্যারের মাধ্যমে কোভিড ট্র্যাকিং করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ভারত সরকার আরোগ্য সেতু অ্যাপ এনেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম থেকেই ঠিক করি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টিকাকরণ হবে। পরিস্থিতি মোকাবিলা করে সবকিছু সঠিক পথে পরিচালিত করার জন্য ডিজিটাল পদ্ধতিকে আরো বেশি ব্যবহার করতে হবে আমাদের। বিশ্বের কোনও দেশই নিজের একার ক্ষমতায় করোনার মতো চ্যালেঞ্জকে হার মানাতে পারবে না। মোদী বলেন, আমাদের সকলেরই উচিত একে অপরের থেকে শেখা ও একে অন্যকে গাইড করা।’

আরও পড়ুন: বিজেপি-শিবসেনার সম্পর্ক আমির-কিরণের মত, মন্তব্য সঞ্জয় রাউতের

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, করোনা মোকাবিলায় যে প্রযুক্তি দেশে ব্যবহার করা হচ্ছে, তা খুব সহজ। কোউইনের সাফল্য ব্যাখ্যা করে তিনি আরো বলেন, এটি একেবারে ওপেন সোর্স। বর্তমানে ভারতে এটি ব্যবহার করা হচ্ছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন এই প্রযুক্তি বিশ্বে পরীক্ষিত। এর সাহায্যে অত্যন্ত দ্রুত এবং ভালো কাজ করা যায়।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...