জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ ও ১১ জুলাই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল তৃণমূল (Tmc)। সোমবার, সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, ১০ ও ১১ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে।

পার্থ চট্টোপাধ্যায় জানান, কোভিড (Covid) পরিস্থিতিতে রাজ্যে রয়েছে বিধিনিষেধ। সেটাকে মান্যতা দিয়েই এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। জোর দেওয়া হবে ভার্চুয়াল (Virtual) আন্দোলনের উপরেও।
