Tuesday, November 4, 2025

৫ দিনে ৫০০ কোটি, মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন ছাড়ালো ১০ হাজার!

Date:

Share post:

বাংলায় তৃণমূলের (TMC) তৃতীয় মা-মাটি-মানুষ সরকার গঠনের পর থেকে একের পর এক চমক। নির্বাচনে দেওয়া দেওয়া প্রতিশ্রুতি পালনে যেন সিদ্ধহস্ত মুখমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক সুপার হিট প্রকল্প উপহার দিচ্ছেন তিনি। এবার মাত্র পাঁচদিনেই বাজিমাত! রাজ্যের পড়ুয়াদের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বপ্নের প্রকল্প—”স্টুডেন্ট ক্রেডিট কার্ড” (Student Credit Card)-এর মধ্য দিয়ে।

প্রসঙ্গত, বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার কথা ভেবে নির্বাচনী ইস্তাহারে শাসক দল তৃণমূল কংগ্রেস “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” প্রকল্পের কথা ঘোষণা করেছিল। যেমন কথা তেমন কাজ। তৃতীয়বার ক্ষমতায় এসে মাত্র দু’মাসের মধ্যে তার বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩০ জুন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেন। তারপর মাত্র পাঁচ দিন। গতকাল, সোমবারের হিসেব অনুযায়ী, অনলাইনে আবেদনের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ১০ হাজার পেরিয়ে গিয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫০০ কোটি টাকা।

নবান্ন সূত্রে খবর, আবেদনকারী সিংহভাগ ছাত্রছাত্রী রাজ্যের মধ্যেই উচ্চ শিক্ষা করতে চান। তবে রাজ্যের বাইরে পড়তে যাওয়ার জন্যও ক্রেডিট কার্ডের আর্জি জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ঋণের অঙ্ক ৫ লক্ষ টাকার আশপাশে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে। এই পাঁচদিনের গতিপ্রকৃতি দেখে নবান্নের আধিকারিকদের ধারণা, এই গতিতে আবেদন চলতে থাকলে কমপক্ষে একলক্ষ আবেদন জমা পড়বে।

উল্লেখ্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদিনকারী প্রতিটি ছাত্রছাত্রীর আর্জি খতিয়ে দেখবে শিক্ষা ও অর্থ দফতর। এরপর সহজ শর্তে ঋণের সুযোগ দেওয়া হবে। মাত্র ৪ শতাংশ সুদে মেলা এই ঋণ শোধ করতে হবে ১৫ বছরের মধ্যে। ব্যাঙ্কের বাকি সুদের অংশের পুরোটাই দেবে রাজ্য সরকার।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...