Friday, December 19, 2025

৫ দিনে ৫০০ কোটি, মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন ছাড়ালো ১০ হাজার!

Date:

Share post:

বাংলায় তৃণমূলের (TMC) তৃতীয় মা-মাটি-মানুষ সরকার গঠনের পর থেকে একের পর এক চমক। নির্বাচনে দেওয়া দেওয়া প্রতিশ্রুতি পালনে যেন সিদ্ধহস্ত মুখমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক সুপার হিট প্রকল্প উপহার দিচ্ছেন তিনি। এবার মাত্র পাঁচদিনেই বাজিমাত! রাজ্যের পড়ুয়াদের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বপ্নের প্রকল্প—”স্টুডেন্ট ক্রেডিট কার্ড” (Student Credit Card)-এর মধ্য দিয়ে।

প্রসঙ্গত, বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার কথা ভেবে নির্বাচনী ইস্তাহারে শাসক দল তৃণমূল কংগ্রেস “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” প্রকল্পের কথা ঘোষণা করেছিল। যেমন কথা তেমন কাজ। তৃতীয়বার ক্ষমতায় এসে মাত্র দু’মাসের মধ্যে তার বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩০ জুন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেন। তারপর মাত্র পাঁচ দিন। গতকাল, সোমবারের হিসেব অনুযায়ী, অনলাইনে আবেদনের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ১০ হাজার পেরিয়ে গিয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫০০ কোটি টাকা।

নবান্ন সূত্রে খবর, আবেদনকারী সিংহভাগ ছাত্রছাত্রী রাজ্যের মধ্যেই উচ্চ শিক্ষা করতে চান। তবে রাজ্যের বাইরে পড়তে যাওয়ার জন্যও ক্রেডিট কার্ডের আর্জি জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ঋণের অঙ্ক ৫ লক্ষ টাকার আশপাশে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে। এই পাঁচদিনের গতিপ্রকৃতি দেখে নবান্নের আধিকারিকদের ধারণা, এই গতিতে আবেদন চলতে থাকলে কমপক্ষে একলক্ষ আবেদন জমা পড়বে।

উল্লেখ্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদিনকারী প্রতিটি ছাত্রছাত্রীর আর্জি খতিয়ে দেখবে শিক্ষা ও অর্থ দফতর। এরপর সহজ শর্তে ঋণের সুযোগ দেওয়া হবে। মাত্র ৪ শতাংশ সুদে মেলা এই ঋণ শোধ করতে হবে ১৫ বছরের মধ্যে। ব্যাঙ্কের বাকি সুদের অংশের পুরোটাই দেবে রাজ্য সরকার।

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...