Thursday, August 28, 2025

‘আরও তদন্ত দরকার’, ত্রিপল চুরি মামলায় স্বস্তি পেলেন না শুভেন্দু- সৌমেন্দু

Date:

Share post:

কাঁথি পুরসভায গোডাউন থেকে ত্রিপল চুরি মামলায় মঙ্গলবারও রক্ষাকবচ পেলেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু।

এদিন এই মামলার সওয়ালে অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত বলেন, আমরা প্রথমে যে জেনারেল ডাইরি (GD) করি, পরে আরও প্রমাণ পাওয়ায় পর সেটাই FIR হিসেবে ত্রিপল-চুরির মামলা করা হয়৷ বিষয়টি গুরুত্বপূর্ণ। তদন্ত চলেছে এবং তদন্তে দেখা গিয়েছে এই ঘটনায় শুভেন্দু অধিকারীর যোগ আছে। তবে আরও তদন্তের প্রয়োজন আছে।

বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, এটা কি কগনিজেবেল অফেন্স বা আদালতগ্রাহ্য অপরাধ ? যদি তাই-ই হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে এ বিষয়ে কি প্রমাণ আছে? রাজ্যের কাছে কোনও লিগ্যাল ডকুমেন্ট আছে?

উত্তরে AG বলেন, তদন্ত যতখানি হয়েছে এবং আবেদনকারী যা বলেছেন তাতে দেখা গিয়েছে, অনেক প্রমাণ আছে। এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি ধার্য করেছেন আগামী শুক্রবার।

আরও পড়ুন-কালিয়াচক খুনকাণ্ডে নয়া মোড়: কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

প্রসঙ্গত, গত ২৯ মে কাঁথি পুরসভার গোডাউন থেকে সরকারি ত্রিপল নিয়ে যেতে দেখা যায় কয়েক জনকে। খবর পেয়ে সেখানে যান কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি। তাঁর দাবি, পুরসভার কর্মীরা তাঁকে জানান যে, শুভেন্দু অধিকারির সরকারি দেহরক্ষী এবং অন্যান্য লোকজন ত্রিপল বার করে নিয়ে গিয়েছে৷ এর পর শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়।
দিনকয়েক আগে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই কাঁথি আদালতে এই মামলায় আগাম জামিনের আর্জি জানান৷ আর্জিতে শুভেন্দু, সৌমেন্দু এবং হিমাংশু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি কাঁথি আদালত।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...