করোনা রিপোর্ট নেগেটিভ থাকলেই যেতে পারবেন কঙ্কালীতলা, তারাপীঠ ও শান্তিনিকেতন

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই শুরু হয়েছে পর্যটকদের আনাগোণা। কিন্তু তৃতীয় ঢেউ-য়ের আশঙ্কায় রয়েছে প্রশাসন। তাই সংক্রমণ যাতে না ছড়ায় তাই কড়া পদক্ষেপ নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। তারাপীঠ, কঙ্কালীতলা এবং শান্তিনিকেতনে যেতে হলেই এবার থেকে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল তারা। সংক্রমণ ধরা পড়লেই থাকতে হবে কোয়ারেন্টাইনে। আজ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসন কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই কোভিড টেস্টের জন্য ৬টি কিয়স্ক পয়েন্ট তৈরি করা হচ্ছে। এর মধ্যে রামপুরহাট মহকুমায় তিনটি পয়েন্টে কোভিড পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠান হবে। কোভিড টেস্টের পাশাপাশি টিকাকরণ সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।

শান্তিনিকেতনে এই কিয়স্ক করা হয়েছে কাশীপুর বাইপাস এবং জামবুনি টোল ট্যাক্স পয়েন্টে। কঙ্কালীতলার জন্য কিয়স্ক করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়। অন্যদিকে, তারাপীঠ যেতে চাওয়া পর্যটকদের কোভিড পরীক্ষা করার জন্য কিয়স্ক করা হয়েছে ফুলিরডাঙা বাস টার্মিনাসে। এছাড়াও কিয়স্ক করা হয়েছে আতলা মোড় ও বালিয়া মোড়ে।

Previous articleকালিয়াচক খুনকাণ্ডে নয়া মোড়: কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?
Next article‘আরও তদন্ত দরকার’, ত্রিপল চুরি মামলায় স্বস্তি পেলেন না শুভেন্দু- সৌমেন্দু