একদিকে অতিমারি পরিস্থিতি এবং অন্যদিকে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব। সবমিলিয়ে এমন পরিস্থিতি মোকাবিলা করা রীতিমতো চ্যালেঞ্জ রাজ্য সরকার ও প্রশাসনের কাছে। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বহু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শিক্ষা প্রতিষ্ঠান।

রক্তের চাহিদা মেটাতে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা একজোট হয়ে আয়োজন করেছিলেন একটি রক্তদান শিবিরের। এর মূল উদ্যোক্তা ছিলেন ওই স্কুলের ১৯৯১ সালে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্ররা।

গত ৪ জুলাই এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মাহিরি বসু, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অরুন্ধতী রায় ,চিকিৎসক আশিস রায় প্রমুখ।
চিকিৎসক আশিস রায় বলেন, এই অতিমারি পরিস্থিতিতে সমস্ত কোভিড বিধি মেনেই অত্যন্ত দায়িত্বের সঙ্গে এই স্কুলের প্রাক্তনীরা এমন একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন ।এজন্য অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য । শুধু তাই নয়, এই সময়ে এমন একটি রক্তদান শিবিরের আয়োজন করার দুঃসাহস যে তারা দেখিয়েছেন তাও বাহবা যোগ্য । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। আসুন দেখেনিন তারই এক ঝলক।
