উইম্বলডন( Wimbledon) থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার( roger federer)। বুধবার কোয়ার্টার ফাইনালে হাবার্ট হুরকাজের(Hubert Hurkacz)কাছে হেরে গেলেন তিনি। ম্যাচের ফলাফল -৬, ৬-৭ (৪-৭), ০-৬।

ম্যাচের শুরু থেকেই এদিন পিছিয়ে পড়েন ফেডেরার। হাবার্টে দুরন্ত ফোরহ্যান্ডের কোনও জবাব ছিল না ফেডেরার কাছে। প্রথম সেটে শুরুটা ভাল করেও সেট হারেন সুইস তারকা। দ্বিতীয় সেটে চলে তুল্যমুল্য লড়াই। ফেডেরারকে সমানে সমানে টক্কর দিয়ে যান হাবার্ট। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু তৃতীয় সেটে ফেডেরারকে দাঁড়াতে দেননি হাবার্ট। হারিয়ে দেন ৬-০ গেমে।

সম্ভবত কেরিয়ারে শেষবারের মতো উইম্বলডন খেলে ফেলেলেন রজার ফেডেরার। উইম্বলডনের টুইটেও থাকল সেই ইঙ্গিত। টুইটে লিখে দেওয়া হলো ” ২২ বছরের স্মৃতি অত্যন্ত আনন্দদায়ক হয়েই থাকবে।”

An ovation for 22 years of memories 👏
It's been a pleasure as always, @rogerfederer #Wimbledon pic.twitter.com/GvsOenp68C
— Wimbledon (@Wimbledon) July 7, 2021
আরও পড়ুন:ইউরোর ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড, ফাইনালে কেনদের মুখোমুখি ইতালি

