Sunday, August 24, 2025

কেন ১৫ অগাস্ট পর্যন্ত নতুন মন্ত্রীদের দিল্লিতে থাকার নির্দেশ দিলেন মোদি?

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করেছেন। তারপরই তিনি স্পষ্ট জানিয়েছেন, যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন তাঁরা যেন ১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতেই (Delhi) থাকেন।

সূত্রের খবর, শীর্ষ নেতৃত্ব সমস্ত মন্ত্রীদের দিল্লিতে থাকতে এবং নিজের নিজের মন্ত্রকের কাজ বুঝে নিতে বলেছে। এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে বলেছেন। জানা গিয়েছে, নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার দলীয় সদর দফতরে গিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) সঙ্গে দেখা করবেন।

বিজেপির রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবসেনা এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নারায়ণ রানে এবং অসমের হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে আসা সর্বানন্দ সোনোওয়াল সহ ৩৬ জন নতুন মুখ কেন্দ্রীর সরকারের অংশ হয়েছেন।

আরও পড়ুন-মন্ত্রী হয়েই বার্লা বললেন ‘বাংলায় আতঙ্ক- সন্ত্রাস চলছে’, উত্তরে সৌগত’র মন্তব্য, ‘উনি মূর্খ’

কোন কোন মন্ত্রীরা আজ মন্ত্রকে গিয়ে কাজ বুঝেনিলেন?

১) অশ্বিনী বৈষ্ণব রেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি মন্ত্রকের কাজ বুঝলেন।

২) অনুরাগ ঠাকুর তথ্য সম্প্রচার, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন।

৩) মনসুখ মাণ্ডবীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন।

৪) দর্শন বিক্রম জর্দোশ রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৫) ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৬) কিরেন রিজিজু আইন ও বিচারমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

৭) জি কিষাণ রেড্ডি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের দায়িত্ব নেন।

৮) নারায়ণ রানে MSME মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নতুন মন্ত্রীদের নরেন্দ্র মোদি নির্দেশ দেন “১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতে থাকুন। কাজকর্ম দেখে নিন। কোনওরকম উৎসব নয়। মন্ত্রকেই থাকুন, কাজকর্ম বুঝে নিন। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি। পারফরম্যান্সে জোর দিন”।

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...