Friday, November 7, 2025

জীবিতকে ‘ডেথ’ সার্টিফিকেট, কাঠগড়ায় লেকটাউনের বেসরকারি হাসপাতাল

Date:

Share post:

জীবিতের ডেথ সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেট দিল শহর কলকাতার লেকটাউনের এক নামী বেসরকারি হাসপাতাল।
কিন্তু কী করে তা সম্ভব হল ? এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

জানা গিয়েছে, হাওড়া ডোমজুড়ের সলপের বাসিন্দা উদয় শংকর চোঙদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার হৃদরোগের সমস্যা ছিল। তাঁকে প্রথমে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে তার অবস্থার অবনতি হওয়ায়, তাকে স্থানান্তরিত করার নির্দেশ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী লেকটাউনের এক বেসরকারি হাসপাতাল ড্যাফোডিলে গত ৫ জুলাই তাকে ভর্তি করা হয় ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে , তিনি দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন এবং তাদেরকে গতকাল ৭জুলাই বিকেলে হাসপাতাল থেকেই ফোন করে জানানো হয় যে রোগী মারা গেছেন। তড়িঘড়ি তারা হাসপাতালে হাজির হন মৃতদেহ নেওয়ার জন্য । কিন্তু তাদের ৬ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ মৃতের পুত্রের ।
এরপর সার্টিফিকেট হাতে দিয়ে তাদের যে দেহটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তুলে দেওয়া হয়, তাতে পরিজনরা দেখেন যে তাদের প্রিয় মানুষটি নয় অন্য একজনের মৃতদেহ তাদের দেওয়া হয়েছে ।এই ঘটনায় প্রথমে তারা হতবাক হয়ে যান। তারা প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়েন ।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, টেলিফোন নম্বরের গোলযোগের জেরেই এই বিভ্রাট। কিন্তু পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের এই সাফাই মানতে নারাজ। তাদের বক্তব্য, এমন চূড়ান্ত গাফিলতির নিদর্শন রাখল যে হাসপাতাল সেই হাসপাতাল কর্তৃপক্ষের জন্য কোন শাস্তির ব্যবস্থা হবে? কেন একজন জীবিত মানুষকে মৃত বলে চালিয়ে দেওয়া হবে হাসপাতালের তরফ থেকে? তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন এবং এরই পাশাপাশি তারা চান, এই ঘটনা যেন অন্য কারও ক্ষেত্রে না ঘটে।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...