গার্ডেনরিচ ‘গণধর্ষণ’ ও লুঠপাটকাণ্ডের তদন্তে এবার গঠন SIT

গার্ডেনরিচ গণধর্ষণ ও লুঠপাটকাণ্ডের তদন্তে এবার গঠন SIT
প্রতীকী ছবি

গার্ডেনরিচ গণধর্ষণ ও লুঠপাটকাণ্ডে তদন্তে এবার গঠন করা হল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। তৎপর লালবাজারের গোয়েন্দা বিভাগ।

অভিযোগ, মঙ্গলবার সন্ধেয় তরুণী বাড়িতে একাই ছিলেন। ঠিক সেই সময়েই বাড়ির মধ্যে হঠাই ঢুকে পড়ে দুষ্কৃতীরা। এরপর ২৬ বছরের তরুণীর ওপর শারীরিক অত্যাচার করেছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, তরুণীর বাড়ি থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বুধবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, চাবি নকল করে তরুণীর বাড়িতে ঢোকা হয়েছিল। পুলিশের নজরে রয়েছে আলমারির তালা ভাঙার ঘটনাটিও। প্রশ্ন উঠছে চাবি দুষ্কৃতীদের কাছে না থাকলে তালা খুললো কীভাবে?

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে নিয়ে “বাবাকে বলো” কর্মসূচি এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের খোরাক

জানা যাচ্ছে, ব্যবসার কাজে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন ওই বাড়ির বাকি সদস্যরা। সেই কারণে একাই থাকতেন ওই তরুণী। তবে জনবহুল এলাকার মধ্যেই ভরসন্ধেয় এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

 

Previous articleদলবদলে চমক দিল এটিকে মোহনবাগান, হুগো বৌমাসকে সই করাল সবুজ-মেরুন ক্লাব
Next articleজীবিতকে ‘ডেথ’ সার্টিফিকেট, কাঠগড়ায় লেকটাউনের বেসরকারি হাসপাতাল