Wednesday, November 12, 2025

নিশীথের বিরুদ্ধে 13টি ক্রিমিনাল কেস! টুইটারে বোমা ফাটালেন কুণাল 

Date:

Share post:

শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের পরে এবার তাঁর বিরুদ্ধে থাকা মামলা নিয়ে বিতর্কে জড়ালেন নিশীথ প্রামানিক (Nishith Pramanik)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) কটাক্ষ করে তিনি লেখেন

“অপূর্ব! নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে 13 টি ক্রিমিনাল কেস রয়েছে। যার মধ্যে খুন, খুনের চেষ্টা, চুরি, শ্লীলতাহানি, প্রতারণা, বেআইনি অস্ত্র রাখা এইসব অভিযোগে আইপিসি-র 302, 307, 304, 324, 326, 327, 379, 380, 353, 354, 332, 406, 420, 411, 427, 447, 448, 457, 461, 506, 147, 148/149/ 186/ 188/ 120B এবং অস্ত্র আইনের 25(1)(A)/35 ধারায় মামলা রয়েছে।”

কুণালের এই তথ্য থেকেই স্পষ্ট একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যোগ্যতা সম্পর্কে কী ইঙ্গিত করতে চেয়েছেন তিনি। কোচবিহার থেকে সাংসদ হওয়ার পরে বিধানসভা নির্বাচন দাঁড়িয়েছিলেন নিশীথ। জয় পাওয়া সত্বেও বিধায়ক হিসেবে শপথ নেননি। সংসদ হিসেবেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। এরপর উত্তর থেকে তাঁকে এবং জন বার্লাকে নতুন মন্ত্রিসভায় স্থান দিয়েছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তাঁদের মাধ্যমেই রাজ্য সরকারকে ক্রমাগত উত্যক্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

নিশীথ প্রামাণিক শপথ নেওয়ার পরেই দু’জায়গায় তাঁর দু রকম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকার বিষয় নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। যাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনি অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে- কী করে তাঁকে মোদি সরকার মন্ত্রিসভা সম্প্রসারণের সময় অন্তর্ভুক্ত করল? কুণাল ঘোষের পোস্ট থেকে সে প্রশ্নই উঠে আসছে। যার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ রয়েছে তিনি কি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন? এখন তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শিক্ষাগত যোগ্যতা এবং মামলা এই দুই বিষয় নিয়েই আগামী দিনেও দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে বলেই ধারণা।

 

 

 

spot_img

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...