ফের বাড়ল লকডাউনের মেয়াদ। সংক্রমণের রাশ টানতেই আগামী ১৯ জুলাই পর্যন্ত তামিলনাড়ুতে লকডাউন বিধি জারি থাকবে বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার। তবে নয়া নির্দেশিকায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কন্টেনমেন্ট জোনে আগের মতোই কড়া লকডাউন থাকলেও এবারের নির্দেশিকায় কিছু ছাড় দেওয়া হয়েছে। স্ট্যালিন সরকার জানিয়েছে, রাত রাত ৯টা পর্যন্ত বেকারি, হোটেল, রেস্তরাঁ এবং রাস্তাঘাটের ছোটখাটো দোকান খোলা রাখা যেতে পারে। এছাড়াও কোভিড বিধি মেনে প্রতিযোগিতামূলক পরীক্ষাও নেওয়া যেতে পারে।

নয়া নির্দেশিকায় পন্ডিচেরি পর্যন্ত বাস চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আন্তঃরাজ্য সরকারি ও বেসরকারি বাস চলাচলে এখনও ছাড়পত্র মেলেনি। পাশাপাশি সিনেমা হল, পানশালা, সুইমিং পুল, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাবেশ, স্কুল-কলেজ, চিড়িয়াখানা সবকিছুতেই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
