Friday, August 22, 2025

মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে বিজেপি, পাল্টা জবাব কুণালের

Date:

Share post:

রণকৌশল সাজিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে আগামিকাল মঙ্গলবার থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত মাঠে নামতে চলেছেন বিজেপি বিধায়করা৷ তৃণমূল নেতা মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে নামতে চলেছে বিজেপি। এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কী পরিকল্পনা বিজেপির? ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে প্রথমে বিধানসভায় নিজের ঘরে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি বিধায়কদের। মুকুলকে কেন PAC-এর চেয়ারম্যান করা হল, তার প্রতিবাদ জানিয়ে সেইসব কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়াতে চায় বিজেপি। ইতিমধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল। সূত্রের খবর, তার জন্য পদত্যাগ পত্র লেখার কাজও শেষ হয়ে গিয়েছে বলেই। সেই পদত্যাগপত্র মঙ্গলবার জমা দেবেন বিজেপি পরিষদীয় নেতারা। বিজেপির তরফে জানানো হয়েছে, পদ ছাড়লেও কমিটি ছাড়বেন না তাদের বিধায়করা। পাশাপাশি জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন বিজেপি বিধায়করা৷

আরও পড়ুন-ওলিকে সরিয়ে দ্রুত দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, তাঁদের অধিকার কেন শুভেন্দু কেড়ে নিতে চাইছেন? দরকার হলে ওঁ (শুভেন্দু অধিকারী) বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করুক। শুভেন্দু তৃণমূলে থাকাকালীন একটা সময় কিছুদিন বিধানসভায় ছিলেন মন্ত্রীও ছিলেন। ওঁ (শুভেন্দু) বড় কেউ নয়। এইসব কিছু বলছে সেই অর্থে কিছু জানে না।
এছাড়াও মুকুল রায় প্রসঙ্গে কুণাল বলেন, “তৃণমূলে শুধু পাকা দেখা হয়েছে, বিয়ে হয়নি। বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন। ”

 

spot_img

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...