Wednesday, August 27, 2025

সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফোন পেয়ে আবেগে আপ্লুত রূপম

Date:

Share post:

সাধারণত তিনি অচেনা নম্বরের ফোন ধরেন না। কিন্তু একটা অচেনা নম্বর থেকে প্রায়ই ফোন আসত ৷ যথারীতি ফোন ধরতেন না রূপম ইসলাম (Rupam Islam) ৷ তবু সেই ফোন আসা থামে না। শেষে একদিন রূপমের স্ত্রী রুপসা বললেন একবার ফোনটা ধরেই দেখো না কে রোজ রোজ ফোন করে। তবু রুপম ফোন ধরতে রাজি নন ধরিয়ে দিলেন স্ত্রীকে , বললেন তুমি কথা বলো। রুপসা ফোন ধরলেন। ফোন ধরেই যেন বিস্ময়ের ঘোর কাটতে চাইছে না। রুপম জানতে চাইছেন কে ফোন করেছে? জরুটি দরকার কিছু? কিন্তু রুপসা কী বলবেন বুঝতেই পারছেন না। মুগ্ধতার রেশ কাটিয়ে রুপসা বললেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) তোমায় চাইছেন। তিনি কথা বলবেন তোমার সঙ্গে। বর্ষীয়ান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় রুপমকে বলেন ‘‘তুমি ব্যস্ত থাক, ফোন ধর না, আমি কিন্তু প্রায়ই ফোন করি। ’’ শুনে লজ্জায় কার্যত মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা রূপমের ৷ নিজেই লিখেছেন সে কথা ৷ কোথায় মুখ লুকোবেন বুঝতে পারছেন না।’ সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে এই বিরলতম অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রুপম ইসলাম। বাংলার বরেণ্য শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় যে তাঁর সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব তা জানতে পেরে অত্যন্ত গর্বিত অনুভব করছেন রুপম। সেকথা সোশ্যাল সাইটে অকপটে স্বীকার করেছেন। সেই সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফোন না ধরার জন্য তিনি যে তীব্র আত্মগ্লানিতে ভুগছেন সে কথা জানাতে ভোলেননি রূপম।

 

সেদিন প্রবীণা শিল্পীর সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছে। শিল্পী রূপম কে বলেছেন, ‘তোমাদের সবার গান আমি শুনি। বাংলা গানের কতরকম ধারা আছে। তোমারও নিজের একটা ধারা আছে। তোমার ধারা আমার ভাল লাগে।’’ সন্ধ্যা মুখোপাধ্যায় নিয়মিত রেডিয়ো শোনেন ৷ লিখেছেন রূপম ৷ বিভিন্ন স্টেশনে যে রূপমের গানও শুনেছেন, সে কথাও কনিষ্ঠকে জানাতে ভোলেননি ৷ এর পর রূপমের কাছে ফোনের অন্য প্রান্ত থেকে ভেসে আসে গান শোনানর আব্দার ৷ কিছুটা ভয়ে ভয়েই গান শোনান রূপম ৷ এর পর তাঁর জন্য ছিল আশীর্বাদ ও আন্তরিক প্রশংসা ।

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...