Sunday, January 11, 2026

ভুয়ো সিবিআই আধিকারিক শুভদীপের ৮ দিনের পুলিশ হেফাজত

Date:

Share post:

ভুয়ো সিবিআই (Cbi) আধিকারিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Shubhadip Benarjee) ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠাল হাওড়া (Howrah) আদালত। সোমবার দিল্লির (Delhi) পাঁচতারা হোটেল থেকে গ্রেফতারের পর তিনদিনের ট্রানজিট রিমান্ডে শুভদীপকে হাওড়ায় নিয়ে আসে জগাছা থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়।

সোমবার দিল্লির চাণক্যপুরীর পাঁচতারা হোটেল থেকে শুভদীপকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় জগাছা থানায়। সেখানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী।
জগাছা থানায় কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হয়। শুভদীপকে ১২ দিনের হেফাজতে চান তদন্তকারীরা। আদালত তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

শুভদীপের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অধীন সিবিআই। এই মন্ত্রকের অফিস দিল্লির নর্থ ব্লকে (North Block)। নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে নর্থ ব্লকের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছিলেন অভিযুক্ত শুভদীপ। ভুয়ো সিবিআই অফিসার, রেলের ভিজিল্যান্স অফিসার পরিচয় দেওয়া, কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত, এরকম একাধিক অভিযোগ রয়েছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সিবিআই অফিসার পরিচয় দিয়েই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাঁর প্রতারণা ধরে ফেলে পুলিশে অভিযোগ দায়ের করেন। বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সেই সময় বাড়ি ছেড়ে পালান শুভদীপ। ছোটবেলা থেকেই শুভদীপের মিথ্যে কথা বলা স্বভাব বলে জানিয়েছেন তাঁর মা। তাঁর মানসিক চিকিৎসা চলছিল বলে দাবি মায়ের।

 

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...