Sunday, December 28, 2025

কলকাতার বাসিন্দা পাকিস্তানি মহিলাকে ভ্যাকসিন দিলো না বেসরকারি হাসপাতাল

Date:

Share post:

তিনি ৭বছর ধরে কলকাতার বাসিন্দা। বিবাহসূত্রেই এই শহরে বাস তাঁর। যদিও ভারতীয় নাগরিকত্বের কোনও নথি নেই তাঁর কাছে। তাই করোনা ভ্যাকসিনও পেলেন না তিনি।
শাহার কাইজার। বিয়ের পর থেকে ৭ বছর কলকাতায় রয়েছেন তিনি। তবে অবৈধ বাসিন্দা নন। বৈধ পাসপোর্ট রয়েছে তাঁর কাছে। আর সেই পাসপোর্ট দেখিয়েই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন ওই পাকিস্তানি মহিলা। টাকাও জমা করেছিলেন। কোউইনে স্লট বুকিংও করেছিলেন। কিন্তু আধার না থাকায় ভ্যাকসিন পেলেন না শাহার কাইজার।

ঠিক কী ঘটেছিল?

গত, শুক্রবার বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে স্লট বুকিং করেন শাহার। এরপর ওই বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে যান তিনি। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে অপেক্ষা করতে বলা হয়। প্রায় ২ঘন্টা অপেক্ষা করানোর পর শাহারকে জানিয়ে দেওয়া হয়, আধার কার্ড না থাকায় তাঁকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য ভবনের কথাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে শাহারের দাবি, রেজিস্ট্রেশনের সময় বৈধ নথি হিসেবে পাসপোর্ট-এর উল্লেখ আছে। অন্য কোনও দেশের পাসপোর্ট বৈধ নয়, এরকম কোনও উল্লেখ নেই। এরপর রবিবার ফের কোউইনে নাম নথিভুক্ত করেন শাহার। গতকাল, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার স্লটে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে স্লট বুকিং করেছিলেন তিনি। কিন্তু সেখানেও আধার কার্ড না থাকায় ভ্যাকসিন পাননি শাহার।

এরপরই প্রশ্ন তোলেন ওই পাকিস্তানি মহিলা। তাঁর কথায়,
সাত বছর ধরে কলকাতায় বিবাহসূত্রে রয়েছেন তিনি। শুধুমাত্র আধার কার্ড না থাকার কারণেই ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হলেন। তাঁর দুটো সন্তান আছে। বিদেশি নাগরিক হলে কি টিকা মিলবে না? তাঁকে যদি অন্য কোনও দেশে যেতে হয়, সেক্ষেত্রে টিকা না নিয়ে তিনি কী করে যাবেন?

 

spot_img

Related articles

SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

রাজ্যে এসআইআর পর্বে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ডাক পেয়েছেন শুনানির। মূলত তালিকায় নাম যাদের ওঠেনি তাঁরাই...

নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই বাংলার নির্বাচনে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে নাম না থাকা প্রায়...

রাসেলের অপেক্ষায় কোচ সৌরভ, হারলেও দলকে ইতিবাচক থাকার বার্তা

হার দিয়েই কোচিং কেরিয়ারে অভিষেক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচের ভূমিকাতে শনিবার...

দরিদ্র রোগী, না মুখ্যমন্ত্রী? ডাক্তারের কাছে কে গুরুত্বপূর্ণ, যোগীকে শেখালেন বাঙালি চিকিৎসক

যেখানে সরকারি চোখ রাঙানিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত বেহাল প্রশাসন, পুলিশ। সাধারণ মানুষের থেকে নেতা, মন্ত্রীদের তাবেদারিতে তৎপর...