Monday, May 19, 2025

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর ওপর অ্যাসিড হামলা

Date:

Share post:

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার ঘটনা ঘটল কৃষ্ণনগরে।টিউশন থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর এই হামলা চালানো হয়।গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে অভিযুক্ত পাড়ারই এক যুবক। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বেপাত্তা ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগর থানার অন্তর্গত ঘূর্ণি এলাকার ঘটনাটি ঘটে। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ টিউশন থেকে বাড়ি ফিরছিল দীপ্তি বিশ্বাস নামের ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী।বাড়ি যাওয়ার পথে সে বুঝতে পারে তার পেছনে কেউ আসছে। তাই ভয় পেয়ে দৌড় লাগায় সে।এরপর সামনে একটি ক্লাবঘরে আলো জ্বলতে দেখে ভিতরে ঢুকে পড়ে। আহত মেয়েটির পরিবারের অভিযোগ, ক্লাবঘরে ঢুকে পড়ে অভিযুক্তও। এমনকি ওই ক্লাবঘরেই মেয়েটির মুখে অ্যাসিড ঢেলে দেয় সে। ঘটনার সময় ক্লাবঘরে বেশ কয়েক জন যুবক উপস্থিত ছিলেন। অ্যাসিড ছিটে তাদের মধ্যে কয়েক জনও আহত হয়েছেন।

গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ক্লাবঘরের ভিতরে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে অভিযুক্তও সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রাই আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু মেয়েটির অবস্থার অবনতি হলে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে তার।

এবিষয়ে ক্লাবঘরে উপস্থিত যুবকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অচিন্ত্য শিকারি নামের এক যুবক এই ঘটনা ঘটিয়েছে। মেয়েটিকে তাড়া করতে করতে ক্লাবঘরেও ঢুকে পড়ে সে। সেখানে লোকজন দেখে ভয় পাওয়ার বদলে মেয়েটির মুখে অ্যাসিড ঢেলে গা ঢাকাও দেয়। মেয়েটির পরিবারও অচিন্ত্যকেই দায়ী করেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে কেন এই ঘটনা ঘটল, কী কারণে অ্যাসিড হামলার মত এত ভয়ঙ্কর রাস্তা বেছে নিল অভিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...