Tuesday, August 26, 2025

দ্রুত উপনির্বাচনের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

রাজ্যে বকেয়া উপনির্বাচন দ্রুত করার দাবি নিয়ে আজ জাতীয় নির্বাচন কমিশনে (Election Commission) যাচ্ছে তৃণমূলের (Tmc) প্রতিনিধিদল। বিকেল সাড়ে চারটে নাগাদ যাওয়ার কথা প্রতিনিধি দলের। তৃণমূল সূত্রের খবর, কম সময়ের মধ্যেই তারা উপনির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে পারবে। প্রচারের জন্য সাতদিন দিলেই হবে বলে জানাবে প্রতিনিধি দল। আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। থাকছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray), সৌগত রায় (Sougata Ray), সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)।

কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন, রাজ্যে 7 টি কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। সেগুলিতে কমিশন দ্রুত নির্বাচন করিয়ে দিক। বিধানসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যু হয়। ফল প্রকাশের আগেই মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সরকারে। ফল প্রকাশের পর বিজেপির নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার বিধায়ক পদ ছাড়েন। এদিকে ভবানীপুর আসনটি ছেড়ে দেন জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাই সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। যা দ্রুত চায় তৃণমূল। প্রস্তুতির জন্য তাদের বেশি সময় লাগবে না।

এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন, এই মুহূর্তে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কম সময়ের মধ্যেই তাঁরা উপনির্বাচনের প্রস্তুতি সেরে নিতে পারবেন। সুতরাং এই সময়টি উপনির্বাচন করার পক্ষে আদর্শ সময়।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...