Thursday, December 25, 2025

রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত ও বাংলাদেশের বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

Date:

Share post:

দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতি বদ্ধ হল ভারত এবং বাংলাদেশ।উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে একান্তে বৈঠক করলেন দুই প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রীরা ৷ যেখানে একাধিক বিষয়ে দু’তরফে আলোচনা হয় ৷ যার মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানোর মতো গুরুতর বিষয়ও ছিল ৷

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে মধ্য এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আন্তর্জাতিক সভা ছিল ৷ সেই সভার মাঝেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিন দ্বিপাক্ষিক এই বৈঠক করেন ৷

জানা গিয়েছে , দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ৷ যেখানে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে দুই দেশ একজোট হয়ে কাজ করবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন দুই বিদেশমন্ত্রী।
পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনেশন নিয়েও কথা হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকে ৷ যেখানে বাংলাদেশে করোনার ভ্যাকসিন সরবরাহের বিষয়টি আবারও সঠিক জায়গায় চলে আসায় নিজের সন্তোষের কথা জানিয়েছেন জয়শঙ্কর ৷
এরপরই জয়শঙ্কর একটি টুইট করেন ৷ তিনি লিখেছেন, ‘‘তাশখন্দ কানেকটিভিটি কনফারেন্সের মাঝে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মেমিনের সঙ্গে দেখা করে ভাল লাগলো ৷ আমাদের মধ্যে হওয়া চুক্তিগুলিকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুবর্ণ একটি সুযোগ পাওয়া গেল ৷

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...