Sunday, November 9, 2025

শিশুকন্যা পাচারে অভিযুক্ত বাঁকুড়ার স্কুলের অধ্যক্ষ, সঙ্গী শিক্ষিকা! ধৃত সাত

Date:

Share post:

শিশু পাচারে অভিযুক্ত স্কুলের অধ্যক্ষ, সঙ্গী শিক্ষিকা! চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ার (Bankura) জওহর নবোদয় বিদ্যালয়ের। গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া (Kamal kumar Raroria), স্কুলের শিক্ষিকা-সহ আরও সাতজনকে। ধৃত শিক্ষিকার নাম সুষমা শর্মা (Sushama Sharma)। তিনিও পাচারচক্রে জড়িত বলে অভিযোগ। আট জনের মধ্যে মোট তিন জন মহিলা। অধ্যক্ষ ও এক শিক্ষিকার বাড়ি থেকে মোট পাঁচটি শিশুকন্যা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। শিশুদের ভিন্‌ রাজ্যে পাচারের ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিশু পাচার কাণ্ডে ধৃতদের মধ্যে অধ্যক্ষ-সহ তিন জনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে ২ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, সাত দিন আগে ন’মাসের একটি শিশুকে নিয়ে আসা হয় দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট মেন গেট এলাকা থেকে। তাকে সুষমার কাছে কমলকুমার বিক্রি করেন বলে অভিযোগ। তদন্তকারীরা জানতে পেরেছেন সুষমা নিঃসন্তান। এ ছাড়া কমলকুমারের বাড়িতেও কয়েকটি শিশু ছিল। সব মিলিয়ে মোট পাঁচ শিশুকে উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট মেন গেট সংলগ্ন কাদা রোডের নিষিদ্ধপল্লি থেকে শিশুদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে এনে পাচার করার পরিকল্পনা ছিল ওই অধ্যক্ষের। কমলকুমার আদতে রাজস্থানের বাসিন্দা। রাজস্থানেও তাঁর শিশু পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান। ধৃতদের মধ্যে রয়েছেন এক চায়ের মালিকও। তিনি ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন বলে অনুমান।
অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে স্কুলের সামনে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধও করেন স্থানীয়রা। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে বাঁকুড়া সদর থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

spot_img

Related articles

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...