Sunday, August 24, 2025

পুলিশকে হুমকি, বিধি ভেঙে সভা: শুভেন্দুর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের জেলা পুলিশের

Date:

Share post:

জনসভায় জেলার পুলিশকর্তাদের হুমকি দিয়ে কোণঠাসা বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার তমলুক থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সূত্রের খবর, পুলিশ সুপার অমরনাথ কে- (Amarnath K)এর নির্দেশে তমলুক থানার পুলিশ এই মামলাগুলির দায়ের করেছে।
সোমবার, প্রকাশ্য সভা থেকে পুলিশ সুপার অমরনাথ কে কাশ্মীরের অনন্তনাগে বদলি করে দেওয়ার হুমকি দেন শুভেন্দু। একই সঙ্গে জেলার পুলিশ কর্তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের হুঁশিয়ারিও দেন তিনি। এরপরেই মঙ্গলবার, করোনার সময় সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বেআইনিভাবে ৫০ জনের বেশি জমায়েত, করেছিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও সরকারি কাজে বাধা দান, পুলিশের ফোনে আড়িপাতা, পুলিশকে হুমকি, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
জেলা পুলিশ সূত্রে খবর, ৫০ জনের বেশি লোকের জমায়েত করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা হয়েছে। আবার সোমবার অফিসের ব্যস্ত সময়ে অফিস ঘেরাও করার জন্য এবং কর্তব্যরত পুলিশ অফিসারদের হুমকি এমনকী, পুলিশের ফোনে আড়িপাতার অভিযোগে অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আই পি সি-র 341/186/187/188/189/ 269/ 270 / 295 A / 506 /
120B / 51B – ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট  / 5 অফিস সিক্রেট অ্যাক্ট –
এই ধারা গুলিতে মামলা করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
তবে, শুধু শুভেন্দু নয়, মোট পনেরো জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে। বিজেপির একাধিক বিধায়ক ও বিজেপির জেলা নেতৃত্বদের নাম রয়েছে এই মামলাতে। তমলুক থানায় শুভেন্দুর বিরুদ্ধে একগুচ্ছ মামলা দায়ের হওয়ায় জেলা জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...